Monday, August 25, 2025

বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

Date:

বুধবার অর্থাৎ আগামিকাল মন্ত্রিসভার (ministerial meeting) বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi)। কী কারণে হঠাৎ এই মন্ত্রিসভার বৈঠক তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী সম্ভবত মন্ত্রিসভার রদবদলের জন্যই এই বৈঠক। সেই সঙ্গে রাজনৈতিক মহলে আরো একটি তথ্য নিয়ে আলোচনা চলছে। তবে কি বাংলা (West Bengal) এবার নতুন কোনও মন্ত্রী পেতে চলেছে? বর্তমানে বাংলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং দেবশ্রী চৌধুরী (debashree Chaudhari)। যদিও তাঁরা কেউই পূর্ণমন্ত্রী নন। দুজনেই প্রতিমন্ত্রী । কিন্তু বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর রাজধানীর রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, তাহলে এবার কি মোদি বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করতে চলেছেন? মন্ত্রিসভার রদবদলের জল্পনা শুরু হতেই বাংলা নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় বর্তমানে ৬০ জন মন্ত্রী রয়েছেন। সেই সংখ্যা বাড়ানো হতে পারে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। তবে সেই সংখ্যা বেড়ে কত হবে বা সেখানে কারা কারা স্থান পেতে চলেছেন তা নিয়ে এখন থেকেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে।

যদিও জানা গিয়েছে মন্ত্রিসভার এই বৈঠকে দেশের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। করোনার তৃতীয় ঢেউ সামলাতে দেশ কতটা প্রস্তুত সেসব নিয়েও কথা হতে পারে। একই সঙ্গে বেশ কিছু মন্ত্রীর ‘রিপোর্ট কার্ড’ও খতিয়ে দেখা হতে পারে বলে সূত্রের খবর।

গত সপ্তাহেই মন্ত্রীদের নিয়ে নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পূর্ণমন্ত্রীরা ছাড়াও প্রতিমন্ত্রীরাও ছিলেন। সকলের কাজ এবং জনসংযোগের পর্যালোচনা করতেই সেই বৈঠক করা হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখনই কোনও মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত হয় তার আগেই এ ধরনের বৈঠক হয়ে থাকে ।

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version