ইউরোর কাপে ( euro cup) টানটান ম্যাচে ক্রোয়েশিয়াকে(croatia) হারিয়ে শেষ আটের টিকিট পাকা করল স্পেন( Spain )। সোমবারের ম্যাচে এনরিকের দল ৫-৩ গোলে উড়িয়ে দিল লুকা মদ্রিচদের।

এমন ম্যাচ দেখতেই তো অপেক্ষা করে বসে থাকে ফুটবলপ্রেমীরা। সেই পরিচিত স্পেন, টাচ ও পাসের ভান্ডার তৈরি করে প্রতিপক্ষের লড়াইকে স্তব্ধ করিয়ে দেওয়ার দারুণ স্ট্র্যাটেজি। অপরদিকে দুই গোলে এগিয়ে থাকা স্পেনের বিরুদ্ধে দারুণ কামব্যাক ক্রোয়েশিয়ার। সোমবারের ম্যাচ যেন একেবারে সার্থক ফুটবলপ্রেমীদের জন্য। ম্যাচে শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ। ম্যাচের ২০ মিনিটের মাথায় স্পেনের ফুটবলার পেদ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপরই যেন আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্যানিশ আর্মাডারা। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় গোল করে স্পেনের হয়ে সমতা ফেরান সারাবিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধেও যেন স্পেনের সেই দাপট বজায় থাকে। ম্যাচের ৫৭ মিনিটে ফেরান টোরেসের ক্রস থেকে হেডে গোল করেন সেজার অ্যাজপিলিকুয়েতা। আর ৭৬ মিনিটে ডিফেন্ডারকে টপকে গোল করেন স্পেনের হয়ে ৩-১ করেন ফেরান টোরেস। তবে এখানেই শেষ নয়। এরপই যেন দুরন্ত ক্যামব্যাক করে লুকা মদ্রিচের দল। ম্যাচের ৮৫ মিনিটে ক্রোয়েশিয়ার ২-৩ করেন ওরসিচ। এরপর ম্যাচের ইনজুরি টাইমে করে ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফেরান পাসালিক। যার ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়ার সেই দাপট চোখে পড়ল না। ম্যাচের ১০০ মিনিটে গোল করে স্পেনকে ৪-৩ গোলে এগিয়ে দেন মোরাতা। এই গোলের পর যেন মনে হচ্ছিল বহু বিতর্কের জবাব দিলেন তিনি। এরপর ম্যাচের ১০৩ মিনিটে স্পেনের হয়ে পঞ্চম গোলটি করেন ওয়ারজাবাল। এরপর অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও জয়ের রাস্তা বের করতে ব্যর্থ হয় লুকা মদ্রিচের দল।

আরও পড়ুন:কোপা আমেরিকা কাপে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা, ৪-১ গোলে উড়িয়ে দিল বলিভিয়াকে
