ফের উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট

ফের স্থগিতাদেশ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা জমা পড়ে কলকাতা হাইকোর্টে। তার ভিত্তিতে আপাতত উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ জুলাই।

আরও পড়ুন-করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার ৩৩৯ শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। স্থগিতাদেশ দিলেন বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। রাজ্য ইতিমধ্যেই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল। মামলাকারীরা অভিযোগ করেছেন, ইন্টিরভিউয়ের তালিকা তৈরিতে বেনিয়ম হয়েছে।