Monday, November 10, 2025

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রমাণ দিলেন দেবাংশু

Date:

উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে যে মামলা হয়েছে তাতে বুধবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই স্থগিতাদেশ জারি করেন।
এর আগে রাজ্যের শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং নিয়োগ নিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। এবারও নিয়োগের আগে আদালতে বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়। আর এই ঘটনাকে পরিকল্পিত গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য । রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে তার বক্তব্য, আবারও বাংলায় ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গ সরকার বাংলায় যুবকদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু একশ্রেণীর রাজনৈতিক দুর্বৃত্ত চাকরিপ্রার্থীদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দিচ্ছে না। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন দেখুন। দেখলে আপনিও লজ্জা পাবেন। লজ্জা!

প্রসঙ্গত, রাজ্য সরকার ইন্টারভিউয়ের তালিকাও প্রকাশ করেছিল । কিন্তু চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়ম মেনে এই ইন্টারভিউয়ের তালিকা তৈরি করা হয়নি । তাই তারা কলকাতা হাইকোর্টে মামলা করেন । তারই পরিপ্রেক্ষিতে বুধবার এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট।

করোনাভাইরাসের আবহেও পুজোর আগে ও পরে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version