Monday, August 25, 2025

এর আগে একাধিকবার তলব করা হলেও করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে বৈঠক এড়িয়েছিল ফেসবুক। অবশেষে তথ্যপ্রযুক্তি(IT) বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে ফেসবুকের(Facebook) পাশাপাশি হাজিরা দিলেন গুগলের প্রতিনিধিরাও(Google)। সম্প্রতি হওয়া এই বৈঠকে কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি ওই দুই সংস্থাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ভারতের আইন এবং নয়া তথ্য প্রযুক্তি আইন মেনে চলতে হবে। এ ছাড়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে গুগল-ফেসবুককে কঠোরতম পদক্ষেপ করতেও বলেছে সংসদীয় কমিটি(parliamentary committee)।

আরও পড়ুন:কোভিডের উৎস কি চিন? কী বলছেন উহান পরীক্ষাগারের একমাত্র বিদেশি বিজ্ঞানী

জানা গিয়েছে, নাগরিকদের অধিকার রক্ষা, অনলাইন সংবাদ পোর্টালগুলির অপব্যবহার রোখা, ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয় নিয়ে বক্তব্য জানতে চেয়ে মঙ্গলবার দুই সংস্থার প্রতিনিধিদের তলব করে সংসদীয় কমিটি। যেখানে ফেসবুক ইন্ডিয়ার তরফে হাজির ছিলেন পাবলিক পলিসি (এশিয়া প্যাসিফিক) সংক্রান্ত ডিরেক্টর শিবনাথ ঠাকুরাল এবং অ্যাসোশিয়েট জেনারেল কাউন্সেল নম্রতা সিং। পাশাপাশি, গুগল ইন্ডিয়ার তরফে কান্ট্রি হেড ও ডিরেক্টর (পাবলিক পলিসি) আমন জৈন এবং লিগাল হেড গীতাঞ্জলি দুগ্গল উপস্থিত ছিলেন। কমিটির তরফে দুই সংস্থাকে আজ জানানো হয় যে, তথ্যের সুরক্ষা সংক্রান্ত তাদের বর্তমান নীতিতে গলদ রয়েছে। আদালত এবং সরকারের নির্দেশের পাশাপাশি ভারতের নয়া তথ্যপ্রযুক্তি আইনও মেনে চলতে বলা হয় তাদের। সূত্রের খবর, আগামী দিনে ইউটিউবের প্রতিনিধিদেরও ডেকে পাঠাবে এই কমিটি।

 

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version