Monday, August 25, 2025

অবশেষে খুলে দেওয়া হলো জিম করবেট টাইগার রিজার্ভ (Jim Corbett National park) ফরেস্ট বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ২৯ জুন মঙ্গলবার থেকেই খুলে গিয়েছে এই টাইগার পার্ক (tiger safari)। আপাতত এক বছরের জন্য খোলা থাকবে পার্ক। কোভিড বিধি(covid protocols) পুরোপুরি মেনে চলা হবে। করোনা অতিমারির জেরে বহুদিন ধরেই পর্যটকদের আসা বন্ধ ছিল উত্তরাখণ্ডের (Uttarakhand) এই টাইগার পার্কে। জানা গিয়েছে, এই টাইগার রিজার্ভের পাঁচটি রেঞ্জ অর্থাৎ গর্জিয়া, বিজরানি, ধারা-ঝির্না, ঢেলা এবং পাখরোন। এই পাঁচটি রেঞ্জও একই সঙ্গে খুলে দেওয়া হল। তবে রিজার্ভ ফরেস্ট সূত্রে জানা গিয়েছে, আপাতত নাইট সাফারি (night Safari)বন্ধ রাখা হলো। বন্যপ্রেমী ও পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন।

 

জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ স্থানগুলির মধ্যে অন্যতম। বন্যপ্রেমীদের কাছে করবেট টাইগার রিজার্ভ চিরকালই জনপ্রিয়। কিন্তু করোনার জেরে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকায় এখানে কর্মরত মানুষজনদের রোজগারে টান পড়েছিল। করবেট টাইগার রিজার্ভ ফরেস্টের ডিরেক্টর জানিয়েছেন, বন্যপ্রেমীদের কথা মাথায় রেখেই এই পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনেই প্রায় ৫০টির কাছাকাছি সাফারির বুকিং হয়েছে। এতদিন পর করবেট টাইগার রিজার্ভ খোলায় সকলেই অত্যন্ত খুশি।

পাশাপাশি উত্তরাখণ্ডের বন এবং পরিবেশ মন্ত্রী হরক সিং রাওয়াত জানিয়েছেন, করবেট পার্ক ছাড়াও রাজাজি টাইগার রিজার্ভও আগামী এক বছরের জন্য খোলা হল। পর্যটকরা সেখানে যেতে পারবেন। তবে করোনার তৃতীয় ঢেউ আসার আগেই এই অভয়ারণ্য গুলি খুলে দেওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে। তাদের মতে এই করুণা বাইরের মানুষজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলে প্রাণীদের ক্ষতি হতে পারে।

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version