ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হাইকোর্টে

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে বুধবার হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে রিপোর্ট পেশ করেছে NHRC বা জাতীয় মানবাধিকার কমিশন৷

বৃহত্তর বেঞ্চের নির্দেশেই কিছুদিন আগে NHRC একটি দল গঠন করে এবং সেই দলটি রাজ্যের বিভিন্ন ‘হিংসা কবলিত’ এলাকা পরিদর্শন করবে বলে জানানো হয়৷ গত কয়েকদিন ধরে প্রাক্তন আইবি প্রধান রাজীব জৈনের নেতৃত্বাধীন NHRC-এর ওই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন৷ বৃহত্তর বেঞ্চের নির্দেশ ছিলো ৩০ জুন আদালতে রিপোর্ট পেশ করতে হবে৷ সেই নির্দেশ অনুসারেই এদিন NHRC-এর তরফে রিপোর্ট পেশ করা হয়৷

রাজ্যের তরফে অ্যাডভোকেট-জেনারেল কিশোর দত্ত এদিন আদালতে জানান, বেঞ্চের নির্দেশ মেনে রাজ্য সরকার এবং রাজ্য মানবাধিকার কমিশন
NHRC-এর দলকে সব ধরনের সাহায্য করেছে৷

জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবী জানান, হিংসার ঘটনা ঘটেছে রাজ্যের এমন ১৬৮টি এলাকা এই কমিটি পরিদর্শন করেছে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে৷
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন,
জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টটি অন্তর্বর্তীকালীন এবং গোপনীয়। এই রিপোর্ট কোনও পক্ষকেই দেওয়া হবেনা৷