ব্রেকফাস্ট স্পোর্টস

১) আইসিসি টেস্ট র‍্যাঙ্কি এ ব‍্যাটসম‍্যানসদের মধ‍্যে শীর্ষ স্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন।চতুর্থ স্থানে ভারত অধিনায়ক বিরাট কোহলি।

২) উইম্বলডনে সহজেই তৃতীয় রাউন্ডে উঠে গেলেন নোভাক জোকোভিচ। এদিন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারান তিনি। ম‍্যাচের ফলাফল  ৬-৩, ৬-৩, ৬-৩।

৩) আগামী শুক্রবার ইউরো কাপে প্রথম কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন।

৪) রাজীব গান্ধী খেলরত্নের জন্য মনোনীত করা হল ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন, মহিলা ক্রিকেটার মিতালি রাজ এবং ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম।

৫) উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি বাজে ভাবে মচকে যায় তাঁর।

৬) চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বাদ যেতে পারেন শুভমন গিল। তাঁর জায়গায় ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণের জন্য।

৭) অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না হিমা দাস। মেয়েদের ৪x১০০ মিটারেও যোগ্যতা অর্জন করতে পারল না তাঁর দল। ৪৩.০৩ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে অলিম্পিক্সের ছাড়পত্র পেতে পারতেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleরেল সহায়কদের পাশে পূর্ব রেলের শিয়ালদহ মেইন শাখার রেলকর্মীরা
Next articleএবার গ্রেফতার ভুয়ো IAS দেবাঞ্জন ঘনিষ্ঠ অশোক রায়