Sunday, August 24, 2025

দেবাঞ্জনের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের ছবি! সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুখেন্দুশেখর

Date:

ভুয়ো ভ্যাকসিনকাণ্ড বিজেপির সাজানো নয়তো? বুধবার সাংবাদিক বৈঠকে এ প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, ভ্যাকসিনকাণ্ডের মূল পান্ডা ভুয়ো আইএএস (Ias) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) দেহরক্ষীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ছবি প্রকাশ করে বোমা ফাটালেন তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। তিনি প্রশ্ন তোলেন, প্রতারক দেবঞ্জনের দেহরক্ষী রাজভবনে কেন? “তদন্তকারীদের গোচরে বিষয়টি আনছি। আসল সত্য সামনে আসুক” সরব তৃণমূল সাংসদ। তিনি বলেন, শোনা গিয়েছে দেবাঞ্জনের এই দেহরক্ষীর মাধ্যমে বিশিষ্ট ব্যক্তির কাছে টাকা ভর্তি খাম পাঠানো হত। দামি উপহারও যেত। কে সেই বিশিষ্ট ব্যক্তি? তা তদন্ত করে দেখা হোক। “একজন প্রতারকের দেহরক্ষীর সঙ্গে রাজ্যপালের যোগাযোগ থাকা দেশের পক্ষের ভয়ঙ্কর”- মন্তব্য করেন তৃণমূল সাংসদ।

সুখেন্দুশেখর রায় বলেন, সব বিষয় নিয়ে টুইট করেন রাজ্যপাল। কিন্তু তৃণমূলের সাংবাদিক বৈঠকের দিনই মৃত্যু হয় জৈন হাওয়ালা মামলার মূল অভিযুক্ত সুরেন্দ্র জৈনের। তাই নিয়ে কোনও টুইট বা মন্তব্য করতে দেখা গেল না রাজ্যপালকে। এই মৃত্যু কাকতলীয় কি না সেটাও দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন সুখেন্দুশেখর। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলার ডায়েরিতে নাম রয়েছে জগদীপ ধনকড়ের। এবং সেখানে তাঁকে সাংসদ বলে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপালও সাংসদ ও মন্ত্রী ছিলেন। এঁরা দুজন এক ব্যক্তি কি না তা দেখা উচিত। কারণ ওই জগদীপ ধনকড়কে খেপে খেপে বেশ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন:কবে ফের চালু হবে মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা, কী জানালো পূর্ব রেল?


 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version