ডক্টরস ডে তে চিকিৎসকদের সম্মান জানালো জলপাইগুড়ি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরস ডে তে সরকারি ছুটি ঘোষণা করেছেন। প্রথিতযশা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পয়লা জুলাই ডক্টরস ডে পালন করা হয়। করোনা কালে ডাক্তাররা অবিরাম রোগীদের সেবা করেছিলেন এবং হাজার অসুবিধার মধ্যেও ডাক্তাররা তাদের কর্তব্যে কোন ত্রুটি রাখেননি। প্রতি বছরই চিকিৎসকএবং নার্সদের কর্তব্য এবং দায়িত্বকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। ব্যতিক্রম হয়নি এ বছরও। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে সাড়ম্বরে পালন করা হল ডক্টরস ডে । জলপাইগুড়ি শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পালন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের করোনার দায়িত্বে থাকা ও এস ডি ডক্টর সুশান্ত রায় সহ অন্যান্য ডাক্তারা। একই চিত্র ধরা পড়ে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালেও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তাররা নার্স রা ছাড়াও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা , পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,বি এম ও এইচ ডঃ সুরজিৎ ঘোষ সহ অন্যান্য ডাক্তার এবং নার্সরা। কালে ডাক্তাররা অবিরাম রোগীদের সেবা করেছিলেন এবং হাজার অসুবিধার মধ্যেও ডাক্তাররা তাদের কাজে অনর থেকেছেন। ডাক্তার এবং নার্সদের স্মরনীয় করে রাখতে এই দিনটি পালন করা হয়।

Previous articleঅভিনেত্রী কস্তুরীর সঙ্গে বাগদান সারলেন মোহনবাগানের শুভাশিস
Next articleকীভাবে পাবেন রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা? রইল পদ্ধতি