Monday, August 25, 2025

চিনা গুপ্তচর হান জুনকে(Han jun) এবার নিজেদের হেফাজতে নিল লখনউ এটিএস। বুধবার রাতে মালদহ জেলা সংশোধনাগারে থেকে হানকে নিয়ে ট্রেনে করেই রওনা দেন এটিএস(ATS) আধিকারিকরা। এর আগে হানকে দফায় দফায় জেরা করেছে রাজ্য পুলিশের এসটিএফ(STF)। জানা গিয়েছে, লখনউয়ের(Lucknow) সিজিএম আদালতে তোলা হবে অভিযুক্তকে।

জানা গিয়েছে, হানের বিরুদ্ধে লখনউ এটিএসএর কাছে একাধিক অভিযোগে মামলা রয়েছে। যার জেরেই বুধবার মালদহে(Malda) আসেন লখনউ এটিএসের আধিকারিকরা। প্রোডাকশন রিমান্ডে তাঁরা জেল থেকেই হানকে নিয়ে যান লখনউ। এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া হানের কাছ থেকে এখনও পর্যন্ত যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তার বেশির ভাগেরই পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হানের মোবাইল পেনড্রাইভে যে তথ্য রয়েছে তা ম্যান্ডারিন ভাষায় লেখা। এই অবস্থায় তার থেকে উদ্ধার হওয়া নানা জিনিসপত্র, ইলেকট্রনিক গ্যাজেটস ইত্যাদি পাঠানো হয় হায়দরাবাদের ইন্ডিয়ান ফরেনসিক সায়েন্স ল্যাবে। সেখানে ফরেনসিক করা হচ্ছে।

আরও পড়ুন:কোভিড বিধি মেনে বিধানসভায় আসন বিন্যাস, মন্ত্রীদের ঘরে নয়া ফলক

প্রসঙ্গত, চলতি মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয় চিনা নাগরিক হান জুনেইকে। মূলত গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিছুদিন আগেই হানের তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের এসটিএফকে। এমনকি চিনা নাগরিকের সঙ্গে চিনের সামরিক বাহিনীর যোগাযোগ থাকার সম্ভাবনাও ক্রমে জোরাল হচ্ছে। পাশাপাশি তাঁর সঙ্গে হাওয়ালাযোগের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু সেই হানকে ‘গুপ্তচর’ বলায় আপত্তি জানায় ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূতের অফিস।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version