ঋতাভরীর ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এর প্রশংসায় পঞ্চমুখ হৃত্বিক রোশন

ঋতাভরীর ছবি ‘ব্রোকেন ফ্রেম’ মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ঋতাভরীর বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা রোহিত রায়। এবার তাঁদের ছবির ভূয়সী প্রশংসা করলেন সুপারস্টার হৃতিক রোশন। তাঁদের এই ছবি মাদ্রিদ ইমাজিন ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য টিম ‘Broken Frame’-কে শুভেচ্ছা জানালেন হৃতিক রোশন।
রামকমলের ‘ব্রোকেন ফ্রেম’ ছোট গল্প ‘লং আইল্যান্ড আইসড টি’-র উপর ভিত্তি করে তৈরি। এক দম্পতির সম্পর্কের টানাপড়েনের গল্প। অমিত ও মৌসুমীর দাম্পত্যের কাহিনী তুলে ধরবে এই ছবি। অমিতের চরিত্রে দেখা যাবে রোহিত বসু রায়কে। মৌসুমীর চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির শ্যুটিং কলকাতাতেই হয়েছে। এই নিয়ে পরপর চারটি ছবি কলকাতায় শ্যুট করলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। তবে কোনওটাই পরিকল্পনায় ছিল না।

 

Previous article“দাদা মুখ্যমন্ত্রী হলেই চাকরি পাকা”! এবার কাঁথি পুলিশের হাতে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল
Next articleফের ভাঙন বিজেপিতে, এবার বাঘমুন্ডি পঞ্চায়েত দখলের পথে তৃণমূল