Friday, August 22, 2025

রেড রোডে ভয়াবহ দুর্ঘটনায় (Accident) পুলিশ কর্মীর মৃত্যু। আহত ১৭ জন। মেটিয়াবুরুজ-হাওড়া রুটের একটি মিনিবাস (Minibus) পাঁচিল ভেঙে ঢুকে যায় ফোর্ট উইলিয়ামের (Fort William) মধ্যে। বাসের তলায় চাপা পড়ে যান এক বাইকসহ চাপা পড়ে যান এক পুলিশ কর্মী। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে মিনিবাসের ভিতরের অংশ লন্ডভন্ড হয়ে যায়। আহত হন ১৭ জন যাত্রী। গুরুতর আহত তিনজন। দুর্ঘটনার সময় বাসে ৩০-৩৫ জন ছিলেন বলে সূত্রের খবর।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বেপরোয়া গতিতে মিনিবাসটি বাঁ দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ও পরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা দেয়। সেই সময় ওই পাশ থেকে আসা একটি বাইক মিনিবাসের তলায় চাপা পড়ে যায়। বাসের নীচে আরোহীসহ বাইক চাপা পড়ে থাকায় সেটি দীর্ঘক্ষণ সরানো যায়নি। পরে ক্রেন এনে বাসটিকে উঁচু করে ওই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। সূত্রের খবর ওই বাইক আরোহীর নাম বিবেকানন্দ ডাক। কলকাতা পুলিশের কর্মী ছিলেন তিনি।

আরও পড়ুন:বিজেপির শরিক দলে ভাঙন, বিধায়ক পদ থেকে সরলেন বৃষকেতু দেববর্মা

দুর্ঘটনার জেরে বাসের ভিতরের সিট (Seat) লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা রাস্তায় বেরিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকেই আবার সরকারি-বেসরকারি বাস রাস্তায় নেমেছে। আর প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনা।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version