জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের সঙ্গে ফের লড়াই সেনা বাহিনীর। সূত্রের খবর, শহিদ হয়েছেন এক জওয়ান। খতম হয়েছে এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, পুলওয়ামার হানজিন রাজপোরা এলাকায় সেনাবাহিনীর সদস্য, পুলওয়ামা পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সহ যৌথ সুরক্ষা বাহিনী জঙ্গিদের কোণঠাসা করেছে।
আরও পড়ুন-ফের ড্রোন জম্মুর আকাশে, বিএসএফের গুলির তাড়ায় পালাল সীমানা ছেড়ে
অন্যদিকে ফের জম্মুর আকাশে ড্রোনের দেখা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আরনিয়া সেক্টরে সীমান্তরক্ষী বাহিনী পাকিস্তানের দিক থেকে একটি ড্রোন উড়ে আসতে দেখা যায়। ড্রোন লক্ষ্য করে জওয়ানরা গুলি চালালে ড্রোনটি সেখান থেকে চলে যায়।