Thursday, August 28, 2025

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার গ্রেফতার রাজ্যপালের সঙ্গে “একফ্রেম”-এ থাকা দেবাঞ্জনের দেহরক্ষী

Date:

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Vaccine Case) তদন্তে এবার চাঞ্চল্যকর মোড়। এবার গ্রেফতার হলো ভুয়ো IAS দেবাঞ্জন দেবের (Debanjan Dev) দেহরক্ষী (Body Guard) অরবিন্দ বৈদ্য (Arvind Baidya). গতকাল, বৃহস্পতিবার রাতে সোনারপুর (Sonarpur) থেকে তাকে গ্রেফতার করেছে লালবাজার গোয়েন্দা শাখার পুলিশ (Lalbazar DD)। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন গ্রেফতার হওয়ার পরই অরবিন্দর নাম সামনে আসে। জানা যায়, সে আধা সেনার অবসরপ্রাক্ত জওয়ান। রাজ্য সরকারের নথি জাল করে তাঁকে ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করে প্রতারক দেবাঞ্জন দেব।

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে আরও পেরেছেন, এই দেহরক্ষী অরবিন্দ দেবাঞ্জনের ছায়াসঙ্গী ছিল। ভুয়ো IAS-এর সমস্ত জালিয়াত ও কুকীর্তির সাক্ষী সে। এমনকী, প্রতারণার কাজে দেবাঞ্জনকে সাহায্যও করেছে তার এই নিরাপত্তা রক্ষী।সোনারপুরে যে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প হয়েছিল, তার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অরবিন্দ বৈদ্যের। তাই তদন্তের স্বার্থে অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে দেবাঞ্জন সম্পর্কে আরও তথ্য আদায় করতে চাইছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার দুপুরেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দেবাঞ্জনের দেহরক্ষী অরবিন্দ বৈদ্যের সঙ্গে রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) “যোগসূত্র” সামনে আনেন তৃণমূল সাংসদ (TMC MP) সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। জোড়া ছবি দেখান তিনি। যেখানে একটি ছবিতে দেবাঞ্জনের পাশে তার নিরাপত্তা রক্ষী অরবিন্দ বৈদ্য। অন্যটিতে ওই নিরাপত্তা রক্ষীকেই দেখা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে এক ফ্রেমে। যেখানে সস্ত্রীক রাজ্যপাল ছবি তুলছেন, সেখানে কীভাবে থাকে দেবাঞ্জনের দেহরক্ষী? প্রশ্ন তুলছে তৃণমূল।

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version