Wednesday, November 12, 2025

ত্রিপল চুরি মামলা: ভার্চুয়ালি হাজিরা দিয়ে আগাম জামিনের আর্জি শুভেন্দুর, খারিজ করল আদালত

Date:

এবার ত্রিপল চুরি মামলায় বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। তাঁর আগাম জামিনের (Bail) আবেদন খারিজ করে দিলো আদালত। একইসঙ্গে এই মামলার শুনানিতে ভার্চুয়ালি নয়, সশরীরে আদালত কক্ষে শুভেন্দু-সহ বাকি অভিযুক্তদের আদালত কক্ষে হাজিরার নির্দেশ দেন বিচারক।

কাঁথি পুরসভায় (Cintai Municipality) ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত নন্দীগ্রামের (Nandigram) বিজেপি বিধায়ক (BJP MLA) শুভেন্দু অধিকারী, তাঁর ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari) এবং শুভেন্দু ঘনিষ্ঠ পুরসভার কর্মী হিমাংশু শেখর মান্না। এই মামলা কাঁথি আদালতে (Contai Court) উঠলে তিন অভিযুক্ত-ই ভার্চুয়ালি অংশ নেন। এবং আগাম জামিনের আবেদন করেন।

এই ঘটনার বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। আদালতের কাছে তাঁর, “নিয়ন্ত্রিত ব্যবস্থায় আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে। ফলে ভিডিও কনফারেন্সিংয়ে হাজিরা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। সশরীরে হাজিরা দিন অভিযুক্তরা।” এরপর শুভেন্দুদের আর্জি খারিজ করে বিচারক আদালত কক্ষে সশরীরে অভিযুক্তদের হাজিরার নির্দেশ দেন।

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী ও হিমাংশু শেখর মান্নার নামে। কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ ছিল, গত ২৯ মে পুরসভার গুদাম থেকে লরিতে ভর্তি করে লক্ষাধিক টাকার ত্রিপল চুরি করে নিয়ে যাচ্ছেন কয়েক জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁদের সঙ্গে ছিল পুরসভার দুই কর্মচারী হিমাংশু মান্না এবং প্রতাপ দে। এরা প্রত্যেকেই শুভেন্দু ও তাঁর ভাই সৌমেন্দু ঘনিষ্ঠ। জানা যায়, হিমাংশু মান্না ও প্রতাপ ড4 স্বীকার করেছে, শুভেন্দু অধিকারীর নির্দেশেই পুরসভা থেকে ত্রিপল সরিয়ে ছিল তারা।

আরও পড়ুন- ভাগ্যের পরিহাস!! মেগা সিরিয়ালের অভিনেতা এখন কাজ হারিয়ে মাছের ফেরিওয়ালা

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version