Monday, May 5, 2025

তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি তৃণমূলের

Date:

সলিসিটর জেনারেল তুষার মেহেতার অপসারণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখল তৃণমূল। গতকাল সলিসিটর জেনারেল তথা নারদ মামলার CBI পক্ষের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিচারব্যবস্থায় স্বচ্ছতার দাবি জানিয়ে তুষার মেহেতার অবিলম্বে অপসারণের দাবিতে সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র এবং ডেরেক ও’ব্রায়েন এই তিন তৃণমূল সাংসদ চিঠি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে তুষার মেহেতার সাক্ষাৎ ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, এতে মামলার নিরপেক্ষতা খর্ব হতে পারে।

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি প্রসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কী করে শুভেন্দু অধিকারী সলিসিটর জেনারেলের সঙ্গে বৈঠক করেন? এমনকি এদিন শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিও করেন কুণাল। রাজ্যের শাসক দলের অভিযোগ, নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সঙ্গে কীভাবে বৈঠক করতে পারেন সলিসিটর জেনারেল।

প্রসঙ্গত,বর্তমানে নারদ মামলায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা ED এবং CBI-এর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা। বৃহস্পতিবার তাঁর বাড়িতে তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফল প্রকাশের পরই নারদ কাণ্ডে অভিযুক্ত শাসক দলের চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে হেফাজতে নেয় সিবিআই। যদিও হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতা অন্তবর্তী জামিন মঞ্জুর করে।

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version