Friday, August 22, 2025

তৃণমূল অপসারণের দাবি তুলতেই শুভেন্দু সাক্ষাতের কথা অস্বীকার তুষার মেহতার

Date:

সলিসিটর জেনারেল(SG) নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে নারদ অভিযুক্ত শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) বিষয়টি প্রকাশ্যে আনার পর সাড়া পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার পরই সলিসিটর জেনারেল পদ থেকে তুষার মেহতার অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে তৃণমূল। এরই মাঝে শুভেন্দু সঙ্গে সাক্ষাতের কথা পুরোপুরি অস্বীকার করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা, তুষার মেহতার প্রভাবশালী তত্ত্বেই শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ।

শুক্রবার এক বিবৃতিতে তুষার মেহতা জানান, “আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ আমার বাসভবনে আসেন শুভেন্দু অধিকারী। ওই সময়ে আগে থেকে আমার অন্য একটি সাক্ষাতকারের সময় ধার্ষ ছিল। আমার অফিসের স্টাফ ওঁকে বসতে বলেন। আমার পূর্ব নির্ধারিত সাক্ষাত শেষ হওয়ার পর আমার অফিসের কর্মী আমাকে শুভেন্দু অধিকারীর আসার খবর দেন। ওই কর্মী মাধ্যমে আমি শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিই যে সাক্ষাত করতে আমি অপারগ। ওঁকে অপেক্ষা করিয়ে রাখার জন্য ক্ষমাও চাই। শুভেন্দু আর সাক্ষাতের জন্য কোনও কথা বলেননি। ফলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সাক্ষাতের যে কথা উঠছে তার কোনও ভিত্তিই নেই।” অন্যদিকে শুভেন্দু অধিকারীও একই বক্তব্য পেশ করে জানান, “সলিসিটর জেনারেল আমার সঙ্গে দেখা করতে চাননি।”

এরপরই প্রভাবশালী তত্ত্বে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সরব হয়ে টুইট করেন কুণাল ঘোষ। তুষার মেহতার বক্তব্যের ভিত্তিতে তিনি পাল্টা লেখেন, “সলিসিটর জেনারেল মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?”

 

Related articles

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...
Exit mobile version