Thursday, November 13, 2025

রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

Date:

রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি কমিশন রাজ্যের কাছে জানতে চেয়েছিল, রাজ্যের শূন্য রাজ্যসভার আসন ২ টিতে উপনির্বাচন এখনই করা যাবে কিনা! কমিশনের এই প্রশ্নের উত্তরে শুক্রবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, শুধু রাজ্যসভা নয়, ৭টি বিধানসভার নির্বাচনও করা সম্ভব। এ বিষয়ে কোনও অসুবিধার কথা জানায়নি রাজ্য সরকার।

যদিও রাজ্য সরকারের থেকে উত্তর আসার আগেই ভবানীপুর সহ রাজ্যের সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উদ্যোগী হয়েছে কমিশন। দক্ষিণ কলকাতার ৪ টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ ও কলকাতা বন্দরে ভোটের সময়ে যে ইভিএম মেশিনগুলি ব্যবহৃত হয়েছিল, মূলত সেগুলি সব ঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরনো সিল কেটে ইভিএমগুলিকে ক্লিয়ার করার কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। সমস্ত রাজনৈতিক দলের দলের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতার গোপালনগরে সার্ভে বিল্ডিংয়ে ইভিএম ও পোস্টাল ব্যালট পরীক্ষার কাজ।

প্রসঙ্গত, যে ৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে সেগুলি হল:‌ ভবানীপুর, খড়দহ, জঙ্গিপুর, সামসেরগঞ্জ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা। ভবানীপুর কেন্দ্রে ভোটের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সম্ভবত ওই আসনেই প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ইতিমধ্যেই ভবানীপুর আসন থেকে জিতে আসা শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chatterjee) বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। খড়দহের বিধায়ক কাজল সিনহা (Kajal Sinha) ভোটের ফলাফল প্রকাশের আগেই মারা যান। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহে প্রার্থী হতে পারেন বলে খবর তৃণমূল সূত্রে। এছাড়াও দিনহাটা, শান্তিপুরে ফের ভোট হবে। কারণ বিজেপির জয়ী ২ বিধায়ক নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সাংসদ হিসাবেই কাজ করছেন তাঁরা। এছাড়া গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান। তাই গোসাবা আসনে ফের ভোট হবে। এছাড়া মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং সামসেরগঞ্জে বিধানসভা ভোটের সময় নির্বাচন হয়নি। কারণ ওই ২ কেন্দ্রে করোনা সংক্রমণে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রাখতে হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলার ২ আসনে ফের ভোট হবে।

আরও পড়ুন- সূচনার মাত্র ১৫ দিনের মধ্যেই ”কৃষক বন্ধু” প্রকল্পে ৬২ লক্ষ চাষিকে অনুদান মমতার

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version