Wednesday, August 27, 2025

খুচরো ও পাইকারি ব্যবসাকেও ক্ষুদ্র শিল্পের স্বীকৃতি দিতে চলেছে কেন্দ্র

Date:

এ বার থেকে খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও (retail industry) ছোট শিল্পের স্বীকৃতি (small scale industry) পাবেন।  সম্প্রতি কেন্দ্রীয় সরকার(Central Government of India)খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট শিল্পের তকমা দিল। ফলে ছোট শিল্পগুলো যা যা সুযোগ-সুবিধা পায় এবার থেকে খুচরা ও পাইকারি ব্যবসাদাররা সেই সুবিধা ভোগ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi) নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। । টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে ছোট এসএসএমইর অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা তাদের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে।

 

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা (circular of reserve Bank of India) অনুযায়ী, প্রায় আড়াই কোটি ব্যবসায়ী এই সুবিধা পাবেন। কেন এই সিদ্ধান্ত? কেন্দ্রের যুক্তি করোনা আবহের জেরে একাধিকবার লকডাউনের (lockdown at Corona pandemic situation) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে বারে বারে অর্থনীতির গতি স্তব্ধ হয়েছে। আর এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা বহুদিন ধরেই এই সমস্যার প্রতিকার উপায় খুঁজছিলেন। কেন্দ্রের কাছে এনিয়ে বারবার দাবি আসছিল। এর আগে এমএসএমইতে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের ঢোকানোয় আপত্তি জানাচ্ছিল ছোট শিল্পমহল।

 

কেন্দ্রের নতুন এই সিদ্ধান্তের ফলে ‘উদ্যম’ পোর্টালে (udyam portal ) নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা। সরকারি দরপত্র পেতে এমএসএমই এই পোর্টালে রেজিস্ট্রেশন করে। সেই সুযোগও এবার থেকে পাবে খুচরো ও পাইকারি

ব্যবসায়ীরা। তাছাড়া ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার পায়। অত্যন্ত কম সুদে ঋণ পায় তারা। এ বার সেই সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

এ বার শুধুমাত্র এমএসএমই-র জন্য বরাদ্দ ৫৯ মিনিটে ঋণ অনুমোদন, গ্যারান্টিযুক্ত ঋণ-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাবেন খুচরো ও পাইকারি ব্যবসায়ীরাও।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version