Wednesday, May 14, 2025

দল চালাতে টাকা নিতে হয়! বেফাঁস মন্তব্য প্রধানের, কড়া বার্তা সুব্রতর

Date:

বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন গলসির গোহগ্রামের তৃণমূল (Tmc) পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ (Rinku Ghosh)। তবে তাঁর মন্তব্য যে দল সমর্থন করে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সম্প্রতি এলাকায় টেন্ডার বিতর্কের জেরে রিঙ্কু বলেন বলেন, “দল চালাতে গেলে টাকা নিতে হয়”। যদিও দলের সম্পর্কে এই অভিযোগ অস্বীকার করেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গোহগ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া নিয়ে কয়েকদিন ধরে বিশৃঙ্খলা দেখা দেয়। উপপ্রধান বিমল ভক্তর অভিযোগ, পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ সরকারি টেন্ডার (Tender) অফ লাইনে করতে চান। à§§à§­ জুন গলসির গোহগ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তা, নর্দমা, পুকুরঘাট তৈরির টেন্ডার ডাকার বিষয়ে বৈঠক হয়। সেখানে ঠিক করা হয় অনলাইনে (Online) টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। কিন্তু টেন্ডার নোটিশ (Notice) জারি করেননি পঞ্চায়েত প্রধান। উপপ্রধানের অভিযোগ, “অফলাইন টেন্ডার হলে কিছু ঠিকাদার বিনা প্রতিযোগিতায় বরাত পাবে। যেখান থেকে কিছু কাটমানি নেওয়া হবে। সেই টাকাতে নেতাদের পকেট ভরবে”। এই অভিযোগের পাল্টা পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ বলেন, “দল চালাতে টাকা নেওয়া হয়। সেটা সবাই জানে”। তাঁর মতে, ঘরের জন্য কারও থেকে দশ–বিশ হাজার নেওয়া কাটমানি নয়।

পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই পঞ্চায়েতের সব কাজ উপপ্রধান বিমল ভক্ত দেখতেন। সব টেন্ডার তিনিই করিয়েছেন। এখন নিজে অন্যের নামে দোষ দিচ্ছেন। তবে সবাই যখন অনলাইন টেন্ডার করতে চাইছেন তখন সেই মতো কাজ হবে বলে জানিয়েছেন রিঙ্কু।

আরও পড়ুন:ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

 

Related articles

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...
Exit mobile version