Tuesday, November 11, 2025

দল চালাতে টাকা নিতে হয়! বেফাঁস মন্তব্য প্রধানের, কড়া বার্তা সুব্রতর

Date:

বেফাঁস মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেললেন গলসির গোহগ্রামের তৃণমূল (Tmc) পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ (Rinku Ghosh)। তবে তাঁর মন্তব্য যে দল সমর্থন করে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সম্প্রতি এলাকায় টেন্ডার বিতর্কের জেরে রিঙ্কু বলেন বলেন, “দল চালাতে গেলে টাকা নিতে হয়”। যদিও দলের সম্পর্কে এই অভিযোগ অস্বীকার করেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গোহগ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া নিয়ে কয়েকদিন ধরে বিশৃঙ্খলা দেখা দেয়। উপপ্রধান বিমল ভক্তর অভিযোগ, পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ সরকারি টেন্ডার (Tender) অফ লাইনে করতে চান। ১৭ জুন গলসির গোহগ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তা, নর্দমা, পুকুরঘাট তৈরির টেন্ডার ডাকার বিষয়ে বৈঠক হয়। সেখানে ঠিক করা হয় অনলাইনে (Online) টেন্ডার প্রক্রিয়া চালু করা হবে। কিন্তু টেন্ডার নোটিশ (Notice) জারি করেননি পঞ্চায়েত প্রধান। উপপ্রধানের অভিযোগ, “অফলাইন টেন্ডার হলে কিছু ঠিকাদার বিনা প্রতিযোগিতায় বরাত পাবে। যেখান থেকে কিছু কাটমানি নেওয়া হবে। সেই টাকাতে নেতাদের পকেট ভরবে”। এই অভিযোগের পাল্টা পঞ্চায়েত প্রধান রিঙ্কু ঘোষ বলেন, “দল চালাতে টাকা নেওয়া হয়। সেটা সবাই জানে”। তাঁর মতে, ঘরের জন্য কারও থেকে দশ–বিশ হাজার নেওয়া কাটমানি নয়।

পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ওই পঞ্চায়েতের সব কাজ উপপ্রধান বিমল ভক্ত দেখতেন। সব টেন্ডার তিনিই করিয়েছেন। এখন নিজে অন্যের নামে দোষ দিচ্ছেন। তবে সবাই যখন অনলাইন টেন্ডার করতে চাইছেন তখন সেই মতো কাজ হবে বলে জানিয়েছেন রিঙ্কু।

আরও পড়ুন:ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

 

Related articles

পুলওয়ামা ‘ককাস’ দিল্লি বিস্ফোরণের মূল মাথা? ওমর কি নিজেই মানববোমা?

দিল্লি বিস্ফোরণে নাম উঠে এল জঙ্গি ওমরের(Terrorist Umar )। ওমর কী করছিলেন বিস্ফোরণের সময়? দিল্লি পুলিশের সিসিটিভিতে দেখা...

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...
Exit mobile version