Monday, May 12, 2025

ভবানীপুর কেন্দ্র-সহ ৬ কেন্দ্রে উপনির্বাচনে প্রস্তুত রাজ্য, কমিশনকে সবুজ সংকেত দিল নবান্ন

Date:

বাংলায় করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে রাজ্যের যে কেন্দ্রগুলিতে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, সে কেন্দ্রগুলিতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কোনও সমস্যা নেই বলে বলে জানাল রাজ্য সরকার। এই মুহূর্তে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। তার উত্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, উপনির্বাচনের জন্য তারা প্রস্তুত।

প্রসঙ্গত, ২১এর বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের ফলপ্রকাশ করা সম্ভব হয়েছিল। কারণ ভোটের আগেই দুই প্রার্থীর মৃত্যু হয়। তাই সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে নির্বাচন সভব হয়নি। এদিকে ফলপ্রকাশের আগেই মারা যান খড়দহের প্রার্থী। অন্যদিকে ফলপ্রকাশের পরপরই বিজেপি বিধায়ক পদ ছাড়েন নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এমনকী ভবানীপুর আসনটিও ছেড়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। অর্থ্যাৎ সবমিলিয়ে মোট ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এছাড়াও রাজ্যসভায় আরো ২ টি আসন খালি রয়েছে। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া বিধানসভা আসনে জিতে মন্ত্রী হয়েছেন। তাই তাঁর আসনটিও ফাঁকা রয়েছে। এদিকে চলতি বছরে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। যথারীতি সেই আসনটিও ফাঁকা। তাই অতিমারি পর্বে এই সবগুলি আসনে ভোট প্রক্রিয়া করা সম্ভব কিনা ,তা নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। সেই উত্তরেই রাজ্য সরকারের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতি বাংলায় অনেকটাই নিয়ন্ত্রণে। তাই নির্বাচন সম্পন্ন করতে তাদের কোনও সমস্যা নেই।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version