দেশের সলিসিটর জেলারেল তুষার মেহতা (Tusar Mehta) এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে যাবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে এই দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ জানানো হবে।
আরও পড়ুন-নাম না করে বিরোধীদের তোপ দেগে ফেসবুক ছাড়লেন বিধায়ক মনোরঞ্জন
সলিসিটর জেলারেলের অপসারণের দাবি তোলার পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়কে সরিয়ে নেওয়ার দাবি তুলতে চলেছে তৃণমূল। এই মুহূর্তে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। নতুন সরকার শপথ নেওয়ার দিন থেকেই রাজ্যপাল নির্বাচিত সরকারকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ তুলছে তৃণমূল। দলের বক্তব্য, রাজ্যপাল বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে দিল্লিতে গিয়ে অভিযোগ দাখিল করেছেন। তিনি কার্যত বিজেপির মুখপাত্র হয়ে কাজ করছেন। কিন্তু সম্প্রতি এই সব অভিযোগকে ছাপিয়ে গিয়েছে জৈন হাওলা কাণ্ডে জগদীপ ধনখড় নামক এক ব্যক্তির নাম সামনে আসায়। তৃণমূলের দাবি, ওই জগদীপ ধনখড় বর্তমান রাজ্যপাল। পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী রাজভবনে, এই ছবি প্রকাশ করেও তৃণমূল জগদীপ ধনখড়ের দিকে আঙুল তুলেছে। এই অবস্থায় তৃণমূলের দাবি, রাজ্যপালকে অপসারণ করা হোক।