Tuesday, November 4, 2025

ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দিল ক্ষুব্ধ হাইকোর্ট

Date:

Share post:

করোনা ভাইরাসের জেরে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হচ্ছে আইনজীবীদের। আর তাতেই ঘটছে বিপত্তি । পোশাকবিধি শিকেয় তুলে ভার্চুয়াল মাধ্যমে হাজির হচ্ছেন আইনজীবীরা।
রংচঙে পোশাক তো আছেই, কারও বা পরণে গেঞ্জি। এক মহিলা আইনজীবী আবার হাজির হয়েছিলেন ফেসপ্যাক মেখে। আর সবাইকে পিছনে ফেলে সম্প্রতি এক আইনজীবী স্কুটার চালাতে চালাতে ভার্চুয়ালি সওয়াল করেছিলেন।
যা দেখে শুধুমাত্র তাজ্জব নন, রীতিমতো ক্ষুব্ধ বিচারপতিরা। ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের পোশাকের এই দশা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত বলেছে, সাধারণ পোশাকে আইনজীবীদের উপস্থিতি কোনও অবস্থাতেই কাম্য নয়। নিজের ঘর, বাড়ি বা অফিস থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিতিকে বর্ধিত আদালতকক্ষ বলেই ধরতে হবে তাঁদের। ভার্চুয়াল শুনানিও আদালতের ভিতরে সওয়াল করার মতোই সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের জন্য পোশাকবিধিও স্থির করে দিয়েছে হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। আদালত বলেছে, আইনজীবীদের সাধারণ সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পরতে হবে। সঙ্গে সাধারণ সাদা নেক ব্যান্ড। উপরে কালো কোট পরলে তা প্রশংসনীয় হবে। ভার্চুয়াল শুনানির জন্য রুচিশীল ও উপস্থাপনযোগ্য ব্যাকগ্রাউড থাকা প্রয়োজন। সঙ্গে কোলাহলহীন শান্তিপূর্ণ পরিবেশ।শুনানি চলার মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার সময় আইনজীবীদের ‘গা-ছাড়া’ মনোভাবের একঝাঁক অতীত উদাহরণ টেনে আনে আদালত। আর সেই সূত্রেই এক মহিলা আইনজীবীর ফেসপ্যাক মেখে উপস্থিতি ও অন্য এক আইনজীবীর স্কুটার চালানোর মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার ঘটনা উল্লেখ করেছে এলাহাবাদ হাইকোর্ট। সঙ্গে আদালতের সতর্কতা, এর পর থেকে আর আইনজীবীদের এধরনের গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...