Monday, November 10, 2025

ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দিল ক্ষুব্ধ হাইকোর্ট

Date:

Share post:

করোনা ভাইরাসের জেরে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হচ্ছে আইনজীবীদের। আর তাতেই ঘটছে বিপত্তি । পোশাকবিধি শিকেয় তুলে ভার্চুয়াল মাধ্যমে হাজির হচ্ছেন আইনজীবীরা।
রংচঙে পোশাক তো আছেই, কারও বা পরণে গেঞ্জি। এক মহিলা আইনজীবী আবার হাজির হয়েছিলেন ফেসপ্যাক মেখে। আর সবাইকে পিছনে ফেলে সম্প্রতি এক আইনজীবী স্কুটার চালাতে চালাতে ভার্চুয়ালি সওয়াল করেছিলেন।
যা দেখে শুধুমাত্র তাজ্জব নন, রীতিমতো ক্ষুব্ধ বিচারপতিরা। ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের পোশাকের এই দশা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত বলেছে, সাধারণ পোশাকে আইনজীবীদের উপস্থিতি কোনও অবস্থাতেই কাম্য নয়। নিজের ঘর, বাড়ি বা অফিস থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিতিকে বর্ধিত আদালতকক্ষ বলেই ধরতে হবে তাঁদের। ভার্চুয়াল শুনানিও আদালতের ভিতরে সওয়াল করার মতোই সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের জন্য পোশাকবিধিও স্থির করে দিয়েছে হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। আদালত বলেছে, আইনজীবীদের সাধারণ সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পরতে হবে। সঙ্গে সাধারণ সাদা নেক ব্যান্ড। উপরে কালো কোট পরলে তা প্রশংসনীয় হবে। ভার্চুয়াল শুনানির জন্য রুচিশীল ও উপস্থাপনযোগ্য ব্যাকগ্রাউড থাকা প্রয়োজন। সঙ্গে কোলাহলহীন শান্তিপূর্ণ পরিবেশ।শুনানি চলার মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার সময় আইনজীবীদের ‘গা-ছাড়া’ মনোভাবের একঝাঁক অতীত উদাহরণ টেনে আনে আদালত। আর সেই সূত্রেই এক মহিলা আইনজীবীর ফেসপ্যাক মেখে উপস্থিতি ও অন্য এক আইনজীবীর স্কুটার চালানোর মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার ঘটনা উল্লেখ করেছে এলাহাবাদ হাইকোর্ট। সঙ্গে আদালতের সতর্কতা, এর পর থেকে আর আইনজীবীদের এধরনের গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...