Saturday, August 23, 2025

ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দিল ক্ষুব্ধ হাইকোর্ট

Date:

করোনা ভাইরাসের জেরে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হচ্ছে আইনজীবীদের। আর তাতেই ঘটছে বিপত্তি । পোশাকবিধি শিকেয় তুলে ভার্চুয়াল মাধ্যমে হাজির হচ্ছেন আইনজীবীরা।
রংচঙে পোশাক তো আছেই, কারও বা পরণে গেঞ্জি। এক মহিলা আইনজীবী আবার হাজির হয়েছিলেন ফেসপ্যাক মেখে। আর সবাইকে পিছনে ফেলে সম্প্রতি এক আইনজীবী স্কুটার চালাতে চালাতে ভার্চুয়ালি সওয়াল করেছিলেন।
যা দেখে শুধুমাত্র তাজ্জব নন, রীতিমতো ক্ষুব্ধ বিচারপতিরা। ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের পোশাকের এই দশা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত বলেছে, সাধারণ পোশাকে আইনজীবীদের উপস্থিতি কোনও অবস্থাতেই কাম্য নয়। নিজের ঘর, বাড়ি বা অফিস থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিতিকে বর্ধিত আদালতকক্ষ বলেই ধরতে হবে তাঁদের। ভার্চুয়াল শুনানিও আদালতের ভিতরে সওয়াল করার মতোই সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের জন্য পোশাকবিধিও স্থির করে দিয়েছে হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। আদালত বলেছে, আইনজীবীদের সাধারণ সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পরতে হবে। সঙ্গে সাধারণ সাদা নেক ব্যান্ড। উপরে কালো কোট পরলে তা প্রশংসনীয় হবে। ভার্চুয়াল শুনানির জন্য রুচিশীল ও উপস্থাপনযোগ্য ব্যাকগ্রাউড থাকা প্রয়োজন। সঙ্গে কোলাহলহীন শান্তিপূর্ণ পরিবেশ।শুনানি চলার মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার সময় আইনজীবীদের ‘গা-ছাড়া’ মনোভাবের একঝাঁক অতীত উদাহরণ টেনে আনে আদালত। আর সেই সূত্রেই এক মহিলা আইনজীবীর ফেসপ্যাক মেখে উপস্থিতি ও অন্য এক আইনজীবীর স্কুটার চালানোর মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার ঘটনা উল্লেখ করেছে এলাহাবাদ হাইকোর্ট। সঙ্গে আদালতের সতর্কতা, এর পর থেকে আর আইনজীবীদের এধরনের গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version