Monday, November 3, 2025

ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের পোশাকবিধি নির্দিষ্ট করে দিল ক্ষুব্ধ হাইকোর্ট

Date:

করোনা ভাইরাসের জেরে ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে হচ্ছে আইনজীবীদের। আর তাতেই ঘটছে বিপত্তি । পোশাকবিধি শিকেয় তুলে ভার্চুয়াল মাধ্যমে হাজির হচ্ছেন আইনজীবীরা।
রংচঙে পোশাক তো আছেই, কারও বা পরণে গেঞ্জি। এক মহিলা আইনজীবী আবার হাজির হয়েছিলেন ফেসপ্যাক মেখে। আর সবাইকে পিছনে ফেলে সম্প্রতি এক আইনজীবী স্কুটার চালাতে চালাতে ভার্চুয়ালি সওয়াল করেছিলেন।
যা দেখে শুধুমাত্র তাজ্জব নন, রীতিমতো ক্ষুব্ধ বিচারপতিরা। ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের পোশাকের এই দশা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
আদালত বলেছে, সাধারণ পোশাকে আইনজীবীদের উপস্থিতি কোনও অবস্থাতেই কাম্য নয়। নিজের ঘর, বাড়ি বা অফিস থেকে ভার্চুয়াল শুনানিতে উপস্থিতিকে বর্ধিত আদালতকক্ষ বলেই ধরতে হবে তাঁদের। ভার্চুয়াল শুনানিও আদালতের ভিতরে সওয়াল করার মতোই সমান গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানিতে আইনজীবীদের জন্য পোশাকবিধিও স্থির করে দিয়েছে হাইকোর্টের এক সদস্যের বেঞ্চ। আদালত বলেছে, আইনজীবীদের সাধারণ সাদা শার্ট বা সাদা সালোয়ার কামিজ বা সাদা শাড়ি পরতে হবে। সঙ্গে সাধারণ সাদা নেক ব্যান্ড। উপরে কালো কোট পরলে তা প্রশংসনীয় হবে। ভার্চুয়াল শুনানির জন্য রুচিশীল ও উপস্থাপনযোগ্য ব্যাকগ্রাউড থাকা প্রয়োজন। সঙ্গে কোলাহলহীন শান্তিপূর্ণ পরিবেশ।শুনানি চলার মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার সময় আইনজীবীদের ‘গা-ছাড়া’ মনোভাবের একঝাঁক অতীত উদাহরণ টেনে আনে আদালত। আর সেই সূত্রেই এক মহিলা আইনজীবীর ফেসপ্যাক মেখে উপস্থিতি ও অন্য এক আইনজীবীর স্কুটার চালানোর মধ্যেই ভার্চুয়ালি সওয়াল করার ঘটনা উল্লেখ করেছে এলাহাবাদ হাইকোর্ট। সঙ্গে আদালতের সতর্কতা, এর পর থেকে আর আইনজীবীদের এধরনের গা-ছাড়া মনোভাব বরদাস্ত করা হবে না।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version