Sunday, January 11, 2026

মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষস্থানে রয়েছে বাংলা

Date:

Share post:

মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি ইউডিআইএসই-এর সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। সমীক্ষায় দেখা গেছে, রাজ্যের বেশিরভাগ পড়ুয়া ইংরেজি মাধ্যম স্কুলের পরিবর্তে এখনও বাংলা মাধ্যমেই ভর্তি হন।পশ্চিমবঙ্গের পরেই ওড়িশার স্থান রয়েছে।

মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়গুলির উপর ইউডিআইএসই (ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন) একটি সমীক্ষা চালায়।  রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হন। মাত্র ৫.৩ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে।

অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষাতেই  পড়াশোনা করেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া পঠন-পাঠনের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেন। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণের রাজ্যগুলিতেই ইংরেজি মাধ্যমে পড়ুয়াদের পড়াশোনার প্রবণতা বেশি।

প্রসঙ্গত, মাতৃভাষায় শিক্ষাদানের ক্ষেত্রে দেশের মধ্যে পিছিয়ে রয়েছে তামিলনাড়ু ও কেরল। তামিলনাড়ুতে মাত্র ৪২.৬ শতাংশ পড়ুয়া তামিল ভাষায় পড়াশোনা করে। অন্যদিকে কেরলে মালয়ালম ভাষায় পড়াশোনা করে মাত্র ৩৫ শতাংশ পড়ুয়া।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...