Monday, November 10, 2025

বিধানসভার উপনির্বাচনগুলি এখন যাতে না হয়, সেটাই চাইছে BJP. সূত্রের খবর, তারা নির্দিষ্ট ছক কষে এগোচ্ছে। একেবারে শীর্ষমহল থেকে এগুলি নিয়ন্ত্রিত হচ্ছে।
বিজেপিমহলের খবর, ছক হল-

১) ৬ মাসের মধ্যে Mamata Banerjee কে বিধায়ক হতে না দেওয়া। পুরনো আইনে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়ে আবার শপথ নিতে পারতেন। কিন্তু জয়ললিতাকেন্দ্রিক একটি রায় দেখিয়ে বিজেপি চাপ দেবে একই ব্যক্তি আবার শপথ নিতে পারবেন না। নতুন কাউকে মুখ্যমন্ত্রী করতে হবে। ফলে উপনির্বাচনে মমতা জিতে আসা পর্যন্ত অন্য কাউকে মুখ্যমন্ত্রী হতে হবে। বিজেপির ধারণা এতে অস্থিরতা তৈরি করা যাবে। সরকারকে অস্বস্তিতে ফেলা যাবে। তারা এ নিয়ে চাপ বাড়াচ্ছে কমিশনের উপর যাতে করোনার যুক্তিতে উপনির্বাচন এখন না করা হয়।

২) তৃণমূলের কিছু বিধায়কের সঙ্গে বিজেপির দুই নেতা কথা বলছেন। এদের সঙ্গে নাকি ভোটের আগেই কথা হয়েছিল সরকার গঠনে সংখ্যা কিছু কম হলে সমর্থন দেওয়ার। উপনির্বাচন আটকে দিলে যে মুখ্যমন্ত্রী বদলের অস্থিরতা হবে তখন আবার তৃণমূল ভাঙার চেষ্টা হতে পারে। সেই কাজ শুরু হয়েছে।

৩) যদি অস্থিরতার জটিল চেহারা দেওয়া যায় তাহলে সেই সুযোগে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারির চেষ্টা করবে বিজেপি।

৪) বেশ কয়েকটি রাজ্যে তৃণমূলের গায়ে মুসলিমদরদী তকমা লাগিয়ে তীব্র প্রচার শুরু করছে বিজেপি। সেখানে হয়ত তৃণমূল নেই। কিন্তু অবিজেপি যে দল তৃণমূলের জোটসঙ্গী হতে পারে লোকসভায়, তাদের হিন্দু ভোটব্যাঙ্কে ভাঙন ধরানো হবে। যাতে তারা তৃণমূলের সঙ্গে বেশি মাখামাখি না করে।

৫) কেন উত্তরবঙ্গে আলাদা রাজ্য দরকার, সেখানকার মানুষকে এটা বোঝাতে সর্বশক্তিতে প্রচারে নামছে আর এস এস এবং তাদের বন্ধু সংগঠনগুলি। একই কাজ হবে জঙ্গলমহলেও। তবে অগ্রাধিকার উত্তরবঙ্গে।

বিজেপির শীর্ষমহল আপাতত এই ছকে চলবেন। সঙ্গে আরও কিছু পরিকল্পনা। তবে এ ব্যাপারে দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আর এস এসের সূত্র বলছে, আগামী চার পাঁচ মাসের মধ্যে বাংলায় বড়সড় রণকৌশল কার্যকর করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- সোমবার বিজেপির পুরসভা ঘেরাও কর্মসূচি, শিকেয় উঠবে কোভিড বিধি?

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version