Wednesday, August 27, 2025

ডলফিন শিকার করে তার মাংস বিক্রির অভিযোগ তুফানগঞ্জে৷ অভিযুক্ত জেলেকে গ্রেফতার করল বনদফতর। অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হয়েছে জাল ও ডলফিনের দেহাংশ। বর্ষায় চর বালাভূতে ডলফিন ঘুরে বেড়ানোর খবর এখন বিশ্ব বাংলা সংবাদ -এই প্রথম প্রকাশিত হয়েছিল। সেই কালজানি নদী থেকেই জাল ফেলে ডলফিন শিকার করে অভিযুক্ত জেলে। কালজানি নদী থেকে ২৫ কেজি ওজনের ডলফিন শিকারের পর তা আরেক মাছ বিক্রেতার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ৷ ডলফিনের মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে সমীর শেখ নামে ওই ব্যাক্তির বিরুদ্ধে। ডলফিনটিকে ৬৫০০ টাকায় জেলে আক্কাস আলী শেখ গত রাতে সমীর শেখ নামে মাছ বিক্রেতার কাছে বিক্রি করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সাথে যুক্ত আক্কাস আলী শেখ নামে জেলেকে পুলিশের সহযোগিতায় বনদফতর গ্রেফতার করে। তার বাড়ি তুফানগঞ্জ ১ ব্লকের দক্ষিণ চিলাখানা চরপাড়া এলাকায়।অভিযুক্ত ওই ব্যক্তিকে শনিবার তুফানগঞ্জ আদালতে তোলা হয়। বন্য প্রাণ ধারায় মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। তবে এই ঘটনার সাথে যুক্ত অপর জন সমীর শেখ পলাতক রয়েছে।ডলফিনের মাংস মূলত পাচারের উদ্দেশ্য ছিল বলে বনদপ্তরের অনুমান।

প্রতি বছর বর্ষার মরশুমে ডলফিনের দেখা মেলে বালাভুতের কালজানি নদীতে। সেই সুযোগে ডলফিন শিকারের ছক কষেছিল অভিযুক্ত। মুলত চড়া দামের আশায় এই ডলফিন শিকার করা হয়। বন দপ্তরের আধিকারিক সুরঞ্জন সরকার জানান, বন্য আইন অনুয়ায়ী কড়া আইনী পদক্ষেপ নেওয়া হবে৷ অপর যে অভিযুক্ত ডলফিনের মাংস কেটে বিক্রি করেছিলেন তার নন খোজ শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করলে আরও স্পষ্ট হবে এর পিছনে কোনো বড় চক্র আছে কিনা।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version