Thursday, May 8, 2025

প্রাণঘাতী করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের রেকর্ড গড়ল। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সাক্ষী থাকল দেশ। গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ। আর এমন পরিসংখ্যান দেশের স্বাস্থ্য আধিকারিকদের রাতযের ঘুম কেড়েছে।

দেশজুড়ে গত মাসখানেক ধরে করোনার সুনামি আছড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র যে লাভ হচ্ছে না, তা গত কয়েকদিনের পরিসংখ্যানেই স্পষ্ট। কঠোর লকডাউনের মধ্যে দৈনিক আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ।
শুধু দৈনিক মৃত্যুই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও নয়া রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version