Tuesday, August 26, 2025

প্রাণঘাতী করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের রেকর্ড গড়ল। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সাক্ষী থাকল দেশ। গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ। আর এমন পরিসংখ্যান দেশের স্বাস্থ্য আধিকারিকদের রাতযের ঘুম কেড়েছে।

দেশজুড়ে গত মাসখানেক ধরে করোনার সুনামি আছড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র যে লাভ হচ্ছে না, তা গত কয়েকদিনের পরিসংখ্যানেই স্পষ্ট। কঠোর লকডাউনের মধ্যে দৈনিক আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ।
শুধু দৈনিক মৃত্যুই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও নয়া রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version