Saturday, May 10, 2025

প্রাণঘাতী করোনাভাইরাসের বেনজির তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় দেশে দৈনিক সংক্রমণ ও মৃত্যু ফের রেকর্ড গড়ল। মারণ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সাক্ষী থাকল দেশ। গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ। আর এমন পরিসংখ্যান দেশের স্বাস্থ্য আধিকারিকদের রাতযের ঘুম কেড়েছে।

দেশজুড়ে গত মাসখানেক ধরে করোনার সুনামি আছড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১ জুলাই বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহণও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে বিন্দুমাত্র যে লাভ হচ্ছে না, তা গত কয়েকদিনের পরিসংখ্যানেই স্পষ্ট। কঠোর লকডাউনের মধ্যে দৈনিক আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ছে।
গত ২৪ ঘন্টায় করোনার বিষাক্ত ছোবলে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩০ শতাংশ।
শুধু দৈনিক মৃত্যুই নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও নয়া রেকর্ড গড়েছে। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৩৪ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

Related articles

ড্রোনের পাশাপাশি হাইস্পিড মিসাইল হামলার চেষ্টা পাকিস্তানের, সাংবাদিক বৈঠকে জানালো সেনা

ভারতের পশ্চিম সীমান্তে লাগাতার প্ররোচনা পাকিস্তানের। ড্রোনের পাশাপাশি এবার ভারী আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা (Pakistan tried Missile attack) চালানোর...

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো...

ভোরে জম্মুতে ‘হেভি শেলিং’, পাকিস্তানের ৪ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

শনিবার ভোর রাতে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো...

ভ্যাপসা গরমের মাঝেই শনি-রবিতে বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন জেলা

চরম গরমের মাঝেই বৃষ্টির সুখবর শোনালো হাওয়া অফিস (Weather Department)। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপপ্রবাহের (Heatwave) দাপট।...
Exit mobile version