বাড়াবাড়ি করলে পুলিশকে পরিণাম ভুগতে হবে’, পুরসভা অভিযান নিয়ে হুমকি দিলীপ ঘোষের

মেলেনি অনুমতি, তবু বিজেপি অনড় হয়েই পুরসভা অভিযান শুরু করেছে৷ ওদিকে পুলিশও সক্রিয়৷ আর এই পরিস্থিতিতে পুলিশকে সরাসরি হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

কসবার ভুয়ো টিকাকরণ কাণ্ডে আজ পুরসভা অভিযান করছে বিজেপি। এই অভিযানের পুলিশি অনুমতি নেই। তবুও পিছিয়ে যায়নি বিজেপি। এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে এবার কার্যত হুমকি দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেছেন,”আন্দোলন করার জন্য পুলিশের অনুমতির দরকার হয় না। আন্দোলন যাতে ঠিকঠাক হয় সেজন্য পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। তৃণমূলের জন্য কোনও কোনও আইন নেই, কোর্ট নেই। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতে চাইছি। পুলিশের কাজ পুলিশ করবে। পুলিশ যদি চায় বাড়াবাড়ি হোক, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক, তাহলে পুলিশ অনেক কিছু করতে পারে। কিন্তু তার পরিনাম পুলিশকেই ভুগতে হবে।” দিলীপ ঘোষ বলেন,” আমরা বিরোধী দল। আমাদের অধিকার আছে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার। আমরা সেইমতোই আন্দোলন করবো।”

Previous articleলোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে
Next articleজম্মু হামলা: ২ ড্রোন থেকে ফেলা হয় ৩ কেজি আইইডি