বিবেকানন্দের প্রয়াণ দিবসে মানুষের পাশে থাকার বার্তা

বিবেকানন্দ বলেছিলেন,”জীব প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর”। সেই ভারতকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার স্বামী বিবেকানন্দর প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, ৭৩নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও শ্যমাপ্রসাদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ কালীঘাটে আয়োজন করেছে কমিউনিটি কিচেন। লকডাউনের আবহে করোনা পরিস্থিতিতে মানুষ যাতে অভুক্ত না থাকেন, সেই উদ্দেশে গত ৫ ধরে চলছে এই কমিউনিটি কিচেন।

 

রবিবার পঞ্চম দিনে উপস্হিত ছিলেন অধ্যাপক আহমেদ হোসেন ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির  রাজ্য সহসভাপতি পলাশ সাধুখাঁ, কোষাধক্ষ সঞ্জীব কোলে, কল্পনা সেন, সুদীপ মাহাত, মনোজ ভট্টাচার্য্য , অলোক শুক্লা, আফতাব আহমেদ, বিকাশ প্রসাদ, সোমা গুপ্তা, তপন বারিক, অরুপ বিশ্বাস প্রমুখ ।

এদিন ৮০০ মানুষের দুপুরের খাওয়ার ব্যবস্হা করা হয়েছিল। দেখুন তারই এক ঝলক ।

 

Previous articleদারিদ্র্য এবং অশিক্ষা দূর করবে দুই সন্তান নীতি, মত অসমের মুখ্যমন্ত্রীর
Next articleব্রেকফাস্ট নিউজ