Monday, August 25, 2025

নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় ঘোষণা ৭ জুলাই

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর দায়ের করা নন্দীগ্রাম- মামলা তাঁর এজলাসেই চলবে কি’না, বিচারপতি কৌশিক চন্দ তা জানাবেন বুধবার, ৭ জুলাই৷

কলকাতা হাইকোর্টে বিচারপতি চন্দের এজলাসে গত বৃহস্পতিবার, ২৪ জুন নন্দীগ্রাম বিধানসভার ফল সংক্রান্ত মামলা স্থানান্তরের আবেদনের শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়৷ বুধবার, ৭ জুলাই, বেলা ১১টায় বিচারপতি চন্দ জানাবেন, তিনি এই মামলা শুনবেন, না’কি ‘রিলিজ’ করে দেবেন৷ যদি নন্দীগ্রাম- মামলা বিচারপতি চন্দ ছেড়ে দেন, তাহলে নতুন কোনও এজলাসে তা নথিভুক্ত হবে এবং সেখানেই মুখ্যমন্ত্রীর করা মামলার বিচার প্রক্রিয়া চলবে৷ অথবা মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে বিচারপতি জানাতেও পারেন নন্দীগ্রাম-মামলা তিনিই শুনবেন৷

গত বৃহস্পতিবার মামলা স্থানান্তরের আবেদনকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ভার্চুয়ালি সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি৷ ওইদিনের শুনানিপর্বে এজলাসে ভার্চুয়ালি হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
হাইকোর্টে ২৪ জুনের সওয়ালে মুখ্যমন্ত্রীর কৌঁসুলি অভিষেক মনু সিংভি নন্দীগ্রাম- মামলার নিরপেক্ষ বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন৷ বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম মামলার বিচার পর্ব চললে, তা কতখানি নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন সিংভি৷ সিংভি বলেন, “আমরা জানতাম মামলাটি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে যাবে। হঠাৎ ১৬ জুন জানতে পারি আপনার বেঞ্চে এসেছে মামলাটি।’’

আরও পড়ুন:নিমেষে ভাইরাল সায়নী ঘোষের টুইট, পেট্রোপণ্যের দামবৃদ্ধি নিয়ে এমন কী লিখলেন তৃণমূল নেত্রী

একইসঙ্গে বিচারপতি চন্দের বিজেপি-যোগ নিয়েও অভিযোগ তোলেন সিংভি৷ প্রসঙ্গত তৃণমূলের তরফেও বিচারপতি কৌশিক চন্দের বিরুদ্ধে আগেই এই একই অভিযোগ করা হয়েছিল। ওইদিন বিচারপতি চন্দকে সরাসরি সিংভি বলেন, “বিচারপতির ভূমিকা পবিত্র। আপনাকে অনুরোধ করব মামলা থেকে সরে যান৷” সিংভি সওয়ালে বলেন,‘‘এই মামলা নিয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ করা যেতেই পারে। আপনার সঙ্গে বিজেপি-র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আপনি বিজেপি-র লিগ্যাল সেলের কর্তা ছিলেন। বিজেপি-র হয়ে বিভিন্ন মামলায় আপনাকে উপস্থিত থাকতেও দেখা গিয়েছে। তাই আপনার উচিত হবে এই মামলা থেকে সরে যাওয়া’’৷ সিংভি ছাড়াও এই মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী এস এন মুখোপাধ্যায় এবং সঞ্জয় বসু৷

এই সওয়ালের পর বিচারপতি কৌশিক চন্দ সেদিন বলেন,”আমি এক সময়ে বিজেপি-র লিগাল সেলের প্রধান ছিলাম বলেই আপনাদের অসুবিধা?” তিনি বলেন, “বিভিন্ন আইনজীবীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যোগাযোগের থাকতেই পারে৷ মিঃ সিংভি, আপনি তো কংগ্রেসের। মামলাকারীর অপর আইনজীবী মিঃ মুখোপাধ্যায় বিজেপি-র। তারপরও আপনারা অন্য দলের মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়ছেন। আর এখানে বিচারপতির পূর্ব- জীবন নিয়ে আপত্তি জানাচ্ছেন”৷ সিংভি’র কাছে বিচারপতি জানতে চান, ” আমার সম্পর্কে আপনাদের দু’টি অভিযোগ, প্রথমটি বিচারপতি হবার আগে বিজেপি করতাম এবং দ্বিতীয়টি, আমার বিচারপতির পদ স্থায়ীকরণে মুখ্যমন্ত্রী সুপারিশ করেননি, আপত্তি জানিয়েছেন৷

বিচারপতি সেদিন স্বীকার করেন অমিত শাহের সঙ্গে তাঁর ছবি আছে৷ তিনি বলেন, “বিজেপির হয়ে যে কেউই মামলা করতে পারে। বিজেপি’র তরফে আমাকে মামলা দেওয়া হয়েছিলো, আমি করেছি৷ আমি যে সময় বিজেপির মামলা করেছি, সেই সময় বিজেপির কোনও প্রভাবই ছিল না।”

পাশাপাশি বিচারপতি চন্দ বলেছিলেন, “আবেদনকারীর পূর্ন অধিকার রয়েছে পুনর্বিবেচনার আর্জি জানানোর। পুনর্বিবেচনার আর্জি আইনিভাবেই দেখা হবে৷ আপাতত রায়দান মুলতুবি রইলো৷”

বুধবার হাইকোর্টে সেই রায়-ই ঘোষণা করতে চলেছেন বিচারপতি কৌশিক চন্দ৷

 

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...