Wednesday, November 12, 2025

কংগ্রেস গুরুত্ব দেয়নি, এবার তৃণমূলে প্রণব পুত্র অভিজিৎ

Date:

প্রত্যাশা মতোই কংগ্রেসের (Congress) হাত ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি (Ex President of India) প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee)। আজ, সোমবার তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banarjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এদিন যোগদান পীড়বে অভিজিৎ মুখোপাধ্যায় তাঁর তৃণমূলে যোগদান প্রসঙ্গে জানান, মূলত দেশজুড়ে বিজেপির (BJP) সাম্প্রদায়িক শক্তিকে রুখতে এবং কংগ্রেস তাঁকে নিস্ক্রিয় করে রাখাতেই ঘাসফুল শিবিরে যোগদানের সিদ্ধান্ত।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) কর্মযজ্ঞ এবং চরম বিজেপি বিরোধিতার জন্যই তৃণমূলে জঙ্গিপুরের দু’বারের সাংসদ এবং নলহাটির প্রাক্তন কংগ্রেস বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে সাক্ষাৎ করে শাসক দলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

এদিন, তৃণমূলে যোগ দেওয়ার পর প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের ধন্যবাদ জানান তিনি। কী কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রণবপুত্র? সেকথাও নিজে মুখে উল্লেখ করেন তিনি। অভিজিৎ মুখোপাধ্যায় জানান, গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক শক্তিকে একাই রুখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মযজ্ঞে সামিল হতে দলবদল। একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাঁকে সেভাবে কোনও কাজে না লাগিয়ে নিস্ক্রিয় করে রেখেছিল। এখন থেকে তাঁর বর্তমান দন তৃণমূল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করবেন। দল যেমন নির্দেশ দেবে, সেভাবে নিজেকে কাজে লাগাবেন বলেই জানিয়েছেন প্রণব পুত্র অভিজিৎ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version