Sunday, August 24, 2025

লোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে

Date:

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাপের মুখে কংগ্রেস।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে ৷ তার সঙ্গে পাল্লা দিতে জাতীয় কংগ্রেসও কৌশল বদল করছে৷

সূত্রের খবর, সংসদীয় দলে বড় মাপের রদবদল ঘটাতে চলেছে কংগ্রেস। সর্বশেষ খবর,লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে অধীর চৌধুরিকে সরিয়ে দায়িত্বে আনা হতে পারে রাহুল গান্ধীকেই৷ সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী চাইছেন, এখনই এই পদ রাহুল গান্ধী গ্রহণ করুন। রাহুলকে রাজি করাতে সোনিয়া-প্রিয়াঙ্কা তৎপরতা বাড়িয়েছেন বলেও শোনা যাচ্ছে৷

 

কংগ্রেস হাইকম্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে সুর নরম রাখতে চাইছে। অধীর চৌধুরি বরাবরই কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন তৃণমূলকে। লোকসভার কংগ্রেস দলনেতার এই সুর, গোটা দলের সুর হিসাবেই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল৷

ওদিকে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি- বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন একাধিক দল৷ অনেকটাই পিছিয়ে আছেন রাহুল গান্ধী। ওদিকে রাজনৈতিক মহলে ফের জল্পনা চলছে বিজেপি- বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়া নিয়ে৷ এমন ফ্রন্ট তৈরি হলে রাজনৈতিক ভাবে লোকসান হবে কংগ্রেসের।

 

বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল যেভাবে উঠে এসেছে একুশের বঙ্গ-বিধানসভা বিধানসভা নির্বাচনের পর, সেই বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রায় সব বিরোধী দল। ওদিকে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর ঘোরতর তৃণমূল বিরোধী বলে পরিচিত৷ ২০২৪-এর ভোটের আগে মমতার সঙ্গে “সম্পর্ক উন্নত” করতে চান সোনিয়া গান্ধী নিজেই৷ তাই অধীর চৌধুরিকে সরিয়ে তৃণমূলকে ‘বার্তা’ দিতে চাইছে কংগ্রেস ৷

 

অধীরের বিকল্প নাম হিসেবে একাধিক নাম উঠে এলেও, এ তালিকায় সর্বশেষ সংযোজন রাহুল গান্ধীর নাম। তবে রাহুল নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version