Sunday, May 4, 2025

ফের আসরে তিনি !

এবার সরাসরি বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ দাবি করলেন তথাগত রায়৷

রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে টুইট করেছেন তথাগত রায়। #Resign Dilip Ghosh বলে টুইট করে এবার বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ চাইলেন তিনি৷ একইসঙ্গে তথাগত প্রকাশ্যে এনেছেন কিছু ছবিও।
ঘটনার সূত্রপাত, এক ব্যক্তি টুইট করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চিফ এজেন্টে সোহেলের একাধিক ছবি পোস্ট করেছেন। তৃণমূলের নেতাদের সঙ্গেই বিজেপির এজেন্টের সেই সব ছবি৷ সেই টুইটই রি-টুইট করে তথাগত রায় জানতে চেয়েছেন ‘Is it true?’।

একুশের ভোটে বিজেপির হারার পর থেকেই ‘বিদ্রোহী’ হয়েছেন তথাগত রায়। রাজ্য বিজেপির নেতৃত্বের ভূমিকা ও দক্ষতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন। দলবিরোধী মন্তব্যের জেরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা তলব করেছিলেন তথাগতকে৷ কিন্তু তাতেও দমছেন না তিনি৷ দিনকয়েক আগে কেন্দ্রীয় বিজেপির ২ নেতা, রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। ভোটে বাংলায় দলের পরাজয়ের পর তাঁদের কেন দেখা মিলছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তথাগত রায়।
বিজেপি সূত্রের খবর, তথাগত রায় যেহেতু অত্যন্ত প্রবীণ নেতা, তাঁর বিরুদ্ধে এখনও দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। তবে এবার রাজ্য সভাপতির পদত্যাগ দাবি করায় অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার হয়তো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version