Wednesday, December 17, 2025

ফের আসরে তিনি !

এবার সরাসরি বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ দাবি করলেন তথাগত রায়৷

রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে টুইট করেছেন তথাগত রায়। #Resign Dilip Ghosh বলে টুইট করে এবার বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ চাইলেন তিনি৷ একইসঙ্গে তথাগত প্রকাশ্যে এনেছেন কিছু ছবিও।
ঘটনার সূত্রপাত, এক ব্যক্তি টুইট করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চিফ এজেন্টে সোহেলের একাধিক ছবি পোস্ট করেছেন। তৃণমূলের নেতাদের সঙ্গেই বিজেপির এজেন্টের সেই সব ছবি৷ সেই টুইটই রি-টুইট করে তথাগত রায় জানতে চেয়েছেন ‘Is it true?’।

একুশের ভোটে বিজেপির হারার পর থেকেই ‘বিদ্রোহী’ হয়েছেন তথাগত রায়। রাজ্য বিজেপির নেতৃত্বের ভূমিকা ও দক্ষতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন। দলবিরোধী মন্তব্যের জেরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা তলব করেছিলেন তথাগতকে৷ কিন্তু তাতেও দমছেন না তিনি৷ দিনকয়েক আগে কেন্দ্রীয় বিজেপির ২ নেতা, রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। ভোটে বাংলায় দলের পরাজয়ের পর তাঁদের কেন দেখা মিলছে না, তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তথাগত রায়।
বিজেপি সূত্রের খবর, তথাগত রায় যেহেতু অত্যন্ত প্রবীণ নেতা, তাঁর বিরুদ্ধে এখনও দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। তবে এবার রাজ্য সভাপতির পদত্যাগ দাবি করায় অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার হয়তো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷

Related articles

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে।...
Exit mobile version