Friday, August 22, 2025

কোবিন্দের কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি তৃণমূলের 

Date:

রাষ্ট্রপতির কাছে দরবার করে সলিসিটর জেনারেলের অপসারণ দাবি করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। সোমবার, রাইসিনা হিলে দুপুর সাড়ে ১২টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধিদল। তারপরেই সাংবাদিক বৈঠক করে সুখেন্দুশেখর রায় প্রশ্ন তোলেন, সলিসিটর জেনারেল (SG) তুষার মেহতার (Tushar Mehta) বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) যাওয়ার সিসিটিভি ফুটেজ কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? তা হলে কি কোনওভাবে কারচুপি করা হয়েছে? এদিন রাইসিনায় গিয়ে তুষার মেহতার অপসারণের দাবি করে তৃণমূল প্রতিনিধিদল।

 

দিল্লিতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার (Tushar Mehta) বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টিকে নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল। তুষার মেহতা-শুভেন্দুর ছবি ঘিরে একাধিক প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। নারদ মামলায় সিবিআইয়ের হয়ে লড়ছেন তুষার মেহতা। আর সেই নারদের স্টিং অপারেশেনের ফুটেজেই শুভেন্দুকেও দেখা গিয়েছে। তাহলে কেন ‘অভিযুক্ত’ সলিসিটর জেনারেলের বাড়িতে? প্রশ্ন তোলে তৃণমূল। তুষার মেহতা বিজেপির ‘সিক্রেট জেনারেল’, দেশের ‘সলিসিটার জেনারেল’ নন, কড়া টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনি বলেন, নিজের দুর্বল যুক্তির সপক্ষে নিজের বাড়িরই সিসিটিভি (Cctv) ফুটেজ এখনও প্রকাশ করতে পারলেন না তুষার মেহতা। যদিও শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের কথা উড়িয়ে দিয়েছেন তুষার মেহতা।

 

এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার পরে এবার রাষ্ট্রপতির কাছে দরবার করল তৃণমূল প্রতিনিধিদল। বেরিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, ”সলিসিটর জেনারেলের ব্যাখ্যা আমাদের সন্তোষজনক মনে হয়নি। তাঁর নিজেরই উচিত, পদ ছেড়ে দেওয়া। সেই কারণেই আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁর অপসারণের দাবি জানিয়েছি”।

 

Related articles

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...
Exit mobile version