Sunday, August 24, 2025

“ভোট পরবর্তী হিংসা” ইস্যুতে বিধানসভায় তুমুল বিক্ষোভ বিরোধীদের, উন্নয়নের কথা বললো তৃণমূল

Date:

ফের উত্তপ্ত হয়ে উঠলো বিধানসভার (Assembly) অধিবেশন। আজ, মঙ্গলবার অধিবেশনে রাজ্যে “ভোট পরবর্তী হিংসা” ইস্যুতে সরব হয়ে ওঠেন বিজেপি বিধায়করা (BJP MLA) বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) নেতৃত্বে “ভোট পরবর্তী হিংসা” (Post Poll Violation) নিয়ে আলোচনার দাবি তোলেন বিজেপি বিধায়করা। মূলত, মুলতুবি প্রস্তাব আনার দাবি জানান তাঁরা। যদিও অধ্যক্ষ (Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) অনুমতি দেননি। আর তাতেই অধিবেশন কক্ষে উঠে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

প্রসঙ্গত, এদিন বিধানসভা অধিবেশনেরর শুরুতেই রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jaydeep Dhankar) ভাষণের উপর আলোচনা হওয়ার কথা। সেই আলোচনার আগেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ”ভোট পরবর্তী হিংসা” নিয়ে আগে আলোচনা চেয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন। যদিও পরে অধ্যক্ষের অনুরোধে শেষ পর্যন্ত বিক্ষোভ থামান বিজেপি বিধায়করা। শুরু হয় রাজ্যপালের ভাষনের ওপর আলোচনা।

বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami) তাঁর বক্তব্যে রাজ্যকে একের পর এক ইস্যুতে কড়া সমালোচনা করেন। ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) থেকে শুরু করে ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) কাণ্ড নিয়ে সরব হন মিহিরবাবু। পালটা তৃণমূল বিধায়ক (TMC MLA) স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) বিরোধী বিজেপিকে নিশানা করে বলেন, গঠনমূলক সমালোচনা বা আলোচনার রাস্তায় না হেঁটে প্রথম দিন থেকেই বিধানসভা অধিবেশনে অস্থিরতা তৈরি করছে বিজেপি বিধায়করা। দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছেন না বিজেপি বিধায়করা। বিরোধীদের কুৎসাকে বিপুল ভোটে জিতে আসা এই সরকার গুরুত্ব দেবে না। এই সরকার মানুষের স্বার্থে উন্নয়নের পক্ষে সওয়াল করবে বলেই জানান স্নেহাশিসবাবু।

অধিবেশনের দ্বিতীয়ার্ধে বিধান পরিষদ (Bidhan Parishad) গঠনের প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাব পেশ করবেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version