Saturday, May 17, 2025

রাজনীতির মঞ্চে তাঁরা দুই ভিন্ন মেরুর। সারাক্ষণ একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ করে থাকেন। রাজনীতিতে একজন যদি হন বুনো ওল তো আর একজন বাঘা তেঁতুল! একজন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আর একজন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একে অপরকে আক্রমণ-কটাক্ষ করে সর্বদায় সংবাদ শিরোনামে থাকেন। এহেন দুজন রাজনীতির বিপরীত মেরুর মানুষকে মঙ্গলবার বিধানসভা চত্বরে পাওয়া গেল অন্য মেজাজে। বিধানসভায় মদন মিত্রকে (Madan Mitra) দেখতে পেয়েই তাঁকে ডেকে ‘রসিকতা’ করলেন রাজ্য বিজেপির সভাপতি।

মঙ্গলবার দিলীপ ঘোষ এসেছিলেন বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে। বিধানসভার ভেতরে শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর দলের অন্যান্য বিধায়কের সঙ্গে খোশগল্প করছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেই সময় হঠাৎ কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখতে পান দিলীপ। সঙ্গে সঙ্গেই হাত নেড়ে মদন মিত্রকে দাঁড়াতে বলেন তিনি। উজ্জ্বল সোনালী কাজ করা কুচকুচে কালো পাঞ্জাবি গায়ে মদন মিত্র হেসে দাঁড়িয়ে পড়েন। দিলীপ জিজ্ঞেস করেন, “খাসা পাঞ্জাবি পরেছেন তো। আর ক’পিস এরকম পাঞ্জাবি আছে আপনার?” হাসি মুখে মদন জানান, এমন একটাই রয়েছে। হেসে দিলীপ ঘোষ আরও বলেন, “আপনার দলে তো হিরো বলতেও তো একপিসই আছে, সেটা মদন মিত্র।” দিলীপ ঘোষের কথা শুনে হাসতে থাকেন মদন। দুই হেভিওয়েট নেতাকে মঙ্গলবার পাওয়া গেল অন্য মেজাজে।

বিধানসভার অলিন্দে মদন মিত্র ও দিলীপ ঘোষকে এদিন বেশ হালকা মুডেই দেখা গেল। সৌজন্য রক্ষায় কম ছিল না কোনও তরফই। বরং একে অন্যের দিকে তাকিয়ে হালকা মেজাজে কথা বলতে দেখা গেল দুই শিবিরের দুই ডাকসাইটে নেতাকে।

আরও পড়ুন- মাতৃসমা কৃষ্ণার প্রয়াণে মুকুল রায়ের বাড়ি গিয়ে শোকজ্ঞাপন অভিষেকের

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...
Exit mobile version