কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে
রেস্তোরাঁয় হেনস্থার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। বিধায়কের অভিযোগ, সোমবার ডানলপের রেস্তোরাঁয় তাঁর ওপর চড়াও হয় প্রদীপ দে নামে ওই ব্যক্তি। বিধায়ককে হেনস্থাও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। বামনগাছির বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বিধায়কের পূর্ব পরিচিত ওই ব্যক্তি। মঙ্গলবার পুলিশ অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে পেশ করে । আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, আনন্দপুর থানা এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, গতকাল রাতের অন্ধকারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার নেপথ্যে স্থানীয় দুষ্কৃতীরা আছে বলে দাবি তৃণমূলের। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
