Wednesday, December 3, 2025

শপথের পরেই বিতর্ক, প্রশ্নের মুখে নিশীথের শিক্ষাগত যোগ্যতা

Date:

Share post:

কোচবিহার থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী এই নিয়ে যখন জেলায় আহ্লাদের বন্যা বইছে তখনই বিতর্কে জড়ালেন নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। প্রশ্ন উঠল, তিনি মাধ্যমিক পাশ না স্নাতক? কোচবিহারের তৃণমূলের (Tmc) জেলা সভাপতি তথা কোচবিহারেরই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় (Parthapratim Ray ) স্যোশাল মিডিয়ায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ নিশীথ প্রামাণিক ওয়েবসাইটে (Website) যে শিক্ষাগত যোগ্যতা বলেছেন, তাঁর হলফনামায় সে যোগ্যতার উল্লেখ নেই।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মন্ত্রিসভার সম্প্রসারণ। সেই মন্ত্রিসভার তরুণ মুখ নিশীথ। তাঁকে নিশানা করেই ফেসবুকে (Facebook) কোচবিহারের (Coochbehar) প্রাক্তন তৃণমূল সাংসদ লেখেন, “লোকসভার সাইট খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ। ওয়েবসাইটে সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে B.C.A (Bachelor of Computer Application)। কিন্তু ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় লেখা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। আমি না বিষয়টি বুঝতে পারলাম না! কেউ কি বোঝাবেন নাকি সাংসদ মহাশয় নিজেই বিষয়টি খোলসা করবেন। সামাজিক মাধ্যমেই কোচবিহারের মানুষের কাছে প্রশ্ন রাখলাম।’

ভারত সরকারের ওয়েবসাইট india.gov.in-এ ‘ইন্ডিয়ান পার্লামেন্ট’ বিভাগে নিশীথ সম্পর্কিত তথ্যে লেখা রয়েছে, তিনি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্ত। অর্থাৎ তিনি বিসিএ। বালাকুড়া জুনিয়র বেসিক স্কুল থেকে ওই ডিগ্রি পেয়েছেন। কিন্তু ২০১৯ সালে লোকসভা নির্বাচনে যে হলফনামা নিশীথ জমা দিয়েছেন তাতে তিনি জানান, তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। দিনহাটার ভেটাগুড়ি এলাকার লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠের ছাত্র ছিলেন। স্বাভাবিক ভাবেই এই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

এই আক্রমণের জবাব দিতে না পেরে বিজেপি-র রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা জানতে আরটিআই করুন তৃণমূল নেতা।

 

spot_img

Related articles

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...

সত্যের জয়: শিক্ষকদের শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর, রায়কে স্বাগত কল্যাণের, বিরোধীদের বিঁধলেন কুণাল

সত্যের জয় হল। বহাল প্রাথমিকে ৩২ হাজার চাকরি। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ের...