কসবা ভুয়ো ভ্যাকসিন- কাণ্ডের তদন্তে নামছে ED, কেন্দ্র-রাজ্য সংঘাতের আশঙ্কা

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের তদন্ত নিয়ে কেন্দ্র ও রাজ্য সংঘাতের আবহ তৈরি হচ্ছে৷ ED-র কার্যকলাপ লক্ষ্য করে এমনটাই মনে করছে প্রশাসনিক মহল।

সূত্রের খবর, কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডের তদন্ত শুরু করতে চলেছে ED বা এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ED আলাদা FIR দায়ের করে গোটা ঘটনার আলাদা তদন্তে নামছে৷

এদিকে ইতিমধ্যেই SIT বা বিশেষ তদন্তকারী দল গঠন করে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর বেশ কয়েকজন শাগরেদকে। SIT-এর জেরায় চাঞ্চল্যকর বহু তথ্য উঠে আসছে। আর্থিক প্রতারণা, বেআইনি লেনদেনের ঘটনাও তদন্তে উঠে এসেছে৷

কলকাতা পুলিশের তদন্ত যখন জোরকদমে চলছে,
তখনই জানা যাচ্ছে আর্থিক প্রতারণা আইনে ED কসবার ভুয়ো টিকাকাণ্ডের আলাদা তদন্ত শুরু করতে চলেছে৷ এ বিষয়ে ED- র বক্তব্য, এই ধরণের তদন্ত শুরুর জন্য রাজ্যের কোনও আলাদা অনুমতি লাগে না। ED সুয়োমটো FIR করে তদন্তে নামতেই পারে৷ প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা পুলিশের কাছে তদন্ত সংক্রান্ত বিভিন্ন নথিও চায় কেন্দ্রীয় সংস্থা। প্রশাসনিক ও রাজনৈতিক মহল বলছে, কসবার টিকাকাণ্ড নিয়ে কলকাতা পুলিশের সমান্তরাল তদন্তে ED নামলে, ফের কেন্দ্র ও রাজ্য সংঘাত অনিবার্য ৷

আরও পড়ুন- প্রসেনজিৎ-জিন্দাল-গোয়েঙ্কা থেকে আবীর-কোয়েল, দিনভর শুভেচ্ছার বন্যায় ভাসলেন মহারাজ সৌরভ

 

Previous articleপ্রসেনজিৎ-জিন্দাল-গোয়েঙ্কা থেকে আবীর-কোয়েল, দিনভর শুভেচ্ছার বন্যায় ভাসলেন মহারাজ সৌরভ
Next articleহোমগুলির বাসিন্দাদের ভ্যাকসিন দিতে রাজ্যকে নির্দেশ হাইকোর্টের