Saturday, August 23, 2025

বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

Date:

বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের অভিযোগ উঠল কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) প্রতিনিধি দলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) গাজোলে৷ কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রাশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বুধবার গাজোলের রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের কেনবোনা এলাকা পরিদর্শনে যান। ওই এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে মানবধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মেনে এদিন এলাকা পরিদর্শনে যান কমিশনের প্রতিনিধিরা। সেই দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি (Bjp) সাংসদ। আর এই নিয়ে সরব হয়েছে শাসকদল।

অভিযোগ, স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের। তৃণমূলের (Tmc) অভিযোগ, তাঁদের এক কর্মী আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু কমিশনের কোনও সদস্যই ওই পরিবারের সঙ্গে কথা বলেননি৷

প্রশ্ন উঠেছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কেন ছিলেন বিজেপি নেতা? ভোট-পরবর্তী হিংসা সম্পর্কে জানতে কেন শুধুমাত্র একতরফা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে গেলেন তাঁরা? কেনই বা আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলা হল না?

তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসুর অভিযোগ, ‘‘মানবাধিকার কমিশন এখন কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে। মালদহে ভোট পরবর্তী হিংসার কোন খবর নেই। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বেছে বেছে বিজেপির কর্মীদের বাড়ি যাচ্ছে কিন্তু আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বলছেন না”।

যদিও আরে বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের মতে, এই অভিযোগ ঠিক নয়। যাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা এলাকা চেনেন না বলেই স্থানীয়দের সঙ্গে নিয়েছিলেন। কিন্তু স্থানীয় হিসেবে কেন শুধু বিজেপির নেতাকেই সঙ্গে নিতে হল তার সদুত্তর দিতে পারেননি।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version