Friday, November 7, 2025

বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

Date:

বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনের অভিযোগ উঠল কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) প্রতিনিধি দলের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) গাজোলে৷ কেন্দ্রীয় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আতিফ রাশিদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বুধবার গাজোলের রানিগঞ্জ-২ গ্রাম পঞ্চায়েতের কেনবোনা এলাকা পরিদর্শনে যান। ওই এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে মানবধিকার কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মেনে এদিন এলাকা পরিদর্শনে যান কমিশনের প্রতিনিধিরা। সেই দলের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি (Bjp) সাংসদ। আর এই নিয়ে সরব হয়েছে শাসকদল।

অভিযোগ, স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের। তৃণমূলের (Tmc) অভিযোগ, তাঁদের এক কর্মী আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু কমিশনের কোনও সদস্যই ওই পরিবারের সঙ্গে কথা বলেননি৷

প্রশ্ন উঠেছে, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কেন ছিলেন বিজেপি নেতা? ভোট-পরবর্তী হিংসা সম্পর্কে জানতে কেন শুধুমাত্র একতরফা বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে গেলেন তাঁরা? কেনই বা আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে কথা বলা হল না?

তৃণমূলের জেলা মুখপাত্র শুভময় বসুর অভিযোগ, ‘‘মানবাধিকার কমিশন এখন কেন্দ্রীয় এজেন্সি হিসেবে কাজ করছে। মালদহে ভোট পরবর্তী হিংসার কোন খবর নেই। বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বেছে বেছে বিজেপির কর্মীদের বাড়ি যাচ্ছে কিন্তু আক্রান্ত তৃণমূল কর্মীদের সঙ্গে কথাও বলছেন না”।

যদিও আরে বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের মতে, এই অভিযোগ ঠিক নয়। যাঁদের কাছ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে, তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা এলাকা চেনেন না বলেই স্থানীয়দের সঙ্গে নিয়েছিলেন। কিন্তু স্থানীয় হিসেবে কেন শুধু বিজেপির নেতাকেই সঙ্গে নিতে হল তার সদুত্তর দিতে পারেননি।

 

 

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version