Wednesday, May 7, 2025

ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ১২টা। মহারাজকে (Maharaj) জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বয়সের অর্ধ সেঞ্চুরির পথে সৌরভের (Sourav Ganguly) হাতে তুলে দিলেন একটি বিশেষ উপহারও (Special Gift) । ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তা ভাইরাল।

সৌরভকে দেওয়া ডোনার সেই বিশেষ সেই উপহারটি হল “এম আই আলট্রা à§§à§§” মডেলের ব্র্যান্ড নিউ একটি মোবাইল। গতকালই ফোনটি বাজারে এসেছে। নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনা লিখেছেন, “সৌরভকে ওর ৪৯তম জন্মদিনে এমআই আল্ট্রা à§§à§§ উপহার দিলাম।”

এদিকে, ৪৯ বসন্ত পেরোনো সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। গতকাল থেকেই বাবার জন্মদিন সেলিব্রেশন নিয়ে ব্যস্ত সানা। স্ত্রী ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়। আয়োজনের সবটাই দেখছে সানা।’’

আর পাঁচটি বাঙালির মতোই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর ফেভারিট বিরিয়ানি। তবে বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক তিনি-সহ পরিবারের সকলে।

এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘‘আগে ওর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেল মশলায়। এ বার তাই মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।”

 

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version