Saturday, November 8, 2025

ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ১২টা। মহারাজকে (Maharaj) জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বয়সের অর্ধ সেঞ্চুরির পথে সৌরভের (Sourav Ganguly) হাতে তুলে দিলেন একটি বিশেষ উপহারও (Special Gift) । ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তা ভাইরাল।

সৌরভকে দেওয়া ডোনার সেই বিশেষ সেই উপহারটি হল “এম আই আলট্রা ১১” মডেলের ব্র্যান্ড নিউ একটি মোবাইল। গতকালই ফোনটি বাজারে এসেছে। নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনা লিখেছেন, “সৌরভকে ওর ৪৯তম জন্মদিনে এমআই আল্ট্রা ১১ উপহার দিলাম।”

এদিকে, ৪৯ বসন্ত পেরোনো সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। গতকাল থেকেই বাবার জন্মদিন সেলিব্রেশন নিয়ে ব্যস্ত সানা। স্ত্রী ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়। আয়োজনের সবটাই দেখছে সানা।’’

আর পাঁচটি বাঙালির মতোই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর ফেভারিট বিরিয়ানি। তবে বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক তিনি-সহ পরিবারের সকলে।

এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘‘আগে ওর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেল মশলায়। এ বার তাই মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।”

 

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version