Monday, August 25, 2025

ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ১২টা। মহারাজকে (Maharaj) জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বয়সের অর্ধ সেঞ্চুরির পথে সৌরভের (Sourav Ganguly) হাতে তুলে দিলেন একটি বিশেষ উপহারও (Special Gift) । ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তা ভাইরাল।

সৌরভকে দেওয়া ডোনার সেই বিশেষ সেই উপহারটি হল “এম আই আলট্রা ১১” মডেলের ব্র্যান্ড নিউ একটি মোবাইল। গতকালই ফোনটি বাজারে এসেছে। নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনা লিখেছেন, “সৌরভকে ওর ৪৯তম জন্মদিনে এমআই আল্ট্রা ১১ উপহার দিলাম।”

এদিকে, ৪৯ বসন্ত পেরোনো সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। গতকাল থেকেই বাবার জন্মদিন সেলিব্রেশন নিয়ে ব্যস্ত সানা। স্ত্রী ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়। আয়োজনের সবটাই দেখছে সানা।’’

আর পাঁচটি বাঙালির মতোই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর ফেভারিট বিরিয়ানি। তবে বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক তিনি-সহ পরিবারের সকলে।

এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘‘আগে ওর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেল মশলায়। এ বার তাই মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।”

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version