Sunday, November 9, 2025

ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত ১২টা। মহারাজকে (Maharaj) জন্মদিনের (Birthday) শুভেচ্ছা জানালেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। বয়সের অর্ধ সেঞ্চুরির পথে সৌরভের (Sourav Ganguly) হাতে তুলে দিলেন একটি বিশেষ উপহারও (Special Gift) । ইনস্টাগ্রামে সে ছবি পোস্টও হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যেই তা ভাইরাল।

সৌরভকে দেওয়া ডোনার সেই বিশেষ সেই উপহারটি হল “এম আই আলট্রা ১১” মডেলের ব্র্যান্ড নিউ একটি মোবাইল। গতকালই ফোনটি বাজারে এসেছে। নতুন মোবাইল হাতে নিয়ে তাঁর ও সৌরভের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ডোনা লিখেছেন, “সৌরভকে ওর ৪৯তম জন্মদিনে এমআই আল্ট্রা ১১ উপহার দিলাম।”

এদিকে, ৪৯ বসন্ত পেরোনো সৌরভ এ বার তাঁর কন্যা সানার পছন্দের কেকটাই কাটবেন। ঘরোয়া ভাবে পালন করা হবে বিসিসিআই সভাপতির জন্মদিন। গতকাল থেকেই বাবার জন্মদিন সেলিব্রেশন নিয়ে ব্যস্ত সানা। স্ত্রী ডোনা বলেন, ‘‘সকাল থেকেই প্রচুর মানুষ আসবেন শুভেচ্ছা জানাতে। দাদার অন্ধ ভক্ত রয়েছেন কয়েকজন। তাঁরা আসবেন। কেক কাটা হবে। এ ভাবেই এই দিনটা কেটে যায়। আয়োজনের সবটাই দেখছে সানা।’’

আর পাঁচটি বাঙালির মতোই খাদ্যরসিক বলে পরিচিত সৌরভ। তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর ফেভারিট বিরিয়ানি। তবে বছরের শুরুতেই হার্টের সমস্যা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মহারাজকে। তাই এ বার সতর্ক তিনি-সহ পরিবারের সকলে।

এ প্রসঙ্গে ডোনা বলেন, ‘‘আগে ওর জন্মদিনে অনেক খাওয়া দাওয়া হত। তবে এখন খাদ্যতালিকা থেকে বাদ গিয়েছে চিকেন, মাটন। শুধু মাছ, শাক-সব্জি খায় ও। তাও খুব কম তেল মশলায়। এ বার তাই মাছ-ভাত দিয়েই জন্মদিন পালন হবে।”

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version