বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?

সৌমিত্র খাঁ

বারবার বেসুরো সৌমিত্র খাঁ। দলে থেকেও কখনও দল বিরোধী, কখনও নেতৃত্বের বিরোধী কথা, কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট- বিজেপির যুব মোর্চার সভাপতির কীর্তিতে নাজেহাল রাজ্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে তাঁকে জোকার, অর্বাচীন পর্যন্ত বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হতে পারে সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। সৌমিত্রর পরিবর্তে তিনজনের নাম উঠে আসছে- পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh), রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmoni Adhikari), ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।

আরও পড়ুন-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্যাংরার ৫৮ নং ওয়ার্ডে বিক্ষোভ তৃণমূলের

এবিষয়ে, সৌমিত্র খাঁ জানিয়েছেন, তাঁর বয়স ৪০ পেরিয়েছে, সেই কারণেই যুব মোর্চায় থাকা উচিত নয়। তাই নিজেই অব্যাহতি চেয়েছেন। কিছুদিন আগে দলের উপর অভিমান করে যুব মোর্চার সভাপতির পদ থেকে ফেসবুক পোস্টে (Facebook Post) ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। তারপর, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন। সেই সন্ধেয় তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন।
সৌমিত্রের এইসব আচরণ মোটেও ভালো ভাবে নেননি বিজেপির রাজ্য সভাপতি। দলীয় শৃঙ্খলাভঙ্গে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বলেও বিজেপি সূত্রে খবর। এরপরেই বিজেপি যুবমোর্চার সভাপতি পদে রদবদলের সম্ভাবনা সেই ইঙ্গিতই দিচ্ছে।