Saturday, August 23, 2025

ভিড় বাড়ছে , তাই সোমবার থেকে আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা

Date:

Share post:

যাত্রীদের সুবিধার কথা ভেবে সোমবার থেকে মেট্রোরেলের (metro rail) সংখ্যা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata metro railway)। এখন কলকাতায় রোজ ৪৫ জোড়া মেট্রো চলছে। সোমবার থেকে চলবে ৫২ জোড়া মেট্রো। সোমবার থেকে প্রতিদিন চলবে ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি করে মেট্রো যাতায়াত করব । জরুরি পরিষেবা (metro available only for emergency staff) সহ বেশ কয়েকটি ক্ষেত্রের যুক্ত থাকা কর্মীদের যাতায়াতের জন্য এখন মেট্রো চালানো হচ্ছে। কর্মীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই এই অবস্থায় মৃত্যুর সংখ্যা বাড়ানো না হলে ট্রেনের ভিতর সামাজিক দূরত্ব বজায় (social distance) রাখা মুশকিল হবে। ফলে ফের ছড়াতে পারে করোনা সংক্রমণ । তাই মেট্রোর ভিতরে দুজন যাত্রীর মধ্যে যাতে নূন্যতম দূরত্ব বজায় রাখা সম্ভব হয়, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

 

সেইসঙ্গে মেট্রোর সময়সূচিতেও বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে । এতদিন সকাল সাড়ে আটটায় প্রথম মেট্রো চালু হত। কিন্তু সোমবার থেকে প্রথম মেট্রো চালু হবে সকাল ৭ টায়। এরপর থেকে ১১.৩০ পর্যন্ত ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। ১১.৩০ থেকে বিকেল ৩. ১৫ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আবার ৩ টে ১৫ থেকে মেট্রো চালু হবে। বর্তমানে সাড়ে ৩ টে থেকে দ্বিতীয় পর্বের মেট্রো পরিষেবা চালু হয়, অর্থাৎ সেই সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। বর্তমানে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে সন্ধে ৭ টায়। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সীমা আরো ১৫ মিনিট বাড়িয়ে ৭.১৫ করা হলো। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, চিকিৎসার সঙ্গে সম্পর্কিত কর্মীরা, আদালতের কর্মী, বিদ্যুৎ ও পানীয় জল সংক্রান্ত পরিষেবায় কর্মরত কর্মীরা, ব্যাঙ্ককর্মী, সংবাদমাধ্যমের কর্মী, সংশোধনাগারে কর্মরতরা, টেলিকম পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতর, স্যানিটাইজেশন, বীমা, নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া বাকি কেউ এখন মেট্রোয় যাতায়াত করতে পারেন না। মেট্রো ভবন সূত্রে জানানো হয়েছে, ক্রমশই ভিড় বাড়লেও কোনভাবেই যাতে সংক্রমণ ছড়াতে না পারে সে কারণে সমস্ত রকম কোভিড প্রোটোকল কঠোরভাবে মেনেই মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...