Monday, August 25, 2025

সীমাহীন সুবিধাবাদী: কুণালের বিস্ফোরক টুইটের লক্ষ্য কে?

Date:

Share post:

PAC চেয়ারম্যান পদে মুকুল রায়ের (Mukul Roy) নাম ঘোষণা হতেই বিধানসভা থেকে ওয়াকআউট করার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) জানিয়ে দেন, বিধানসভার কোনও কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না বিজেপি (BJP) বিধায়করা।  কিন্তু নিজে কোনও পদ থেকে ইস্তফা দেননি শুভেন্দু। তাঁর এই সিদ্ধান্তকে ধুয়ে দিলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নাম না করে শুভেন্দু অধিকারীকে ‘সীমাহীন সুবিধাবাদী’ আখ্যা দিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে কুণাল লেখেন,

“LOP=limitless opportunist. সস্তা রাজনীতির জন্য bjpর কয়েকজনকে বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য করা হল। আর তুমি নিজে পদ আঁকড়ে বসে। প্রতিবাদের দম থাকলে নতুন বিধায়কদের বঞ্চিত না করে নিজে ইস্তফা দিলে বুঝতাম!! সপরিবারে শুধু নিতে জানে। ওর রাজনীতির জন্য ত্যাগ করবে অন্যেরা।”

নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী তখনই তৃণমূলের তরফ থেকে তাঁকে ‘সুবিধাবাদী’ আখ্যা দেওয়া হয়। সপরিবারে সমস্ত রকম দলীয় পদের সুবিধা ভোগ করার পরে 2021-এর নির্বাচনে রাজনৈতিক পালাবদল হবে এই আশায় তিনি পদ্ম শিবিরে নাম লেখান বলে অভিযোগ। তৃণমূলে থাকার সময়ও অধিকারী পরিবারের রাজনীতিতে থাকা সব সদস্যই একাধিক ক্ষমতাসীন পদে ছিলেন। যে তৃণমূলনেত্রী তাঁদের সেই পদে বসান, দল ছাড়ার পরে তাঁকেই সবচেয়ে বেশি নিশানা করেছেন বিজেপি বিধায়ক।

নতুন দলে গিয়েও তিনি নিজের ক্ষমতা এবং পদ ধরে রাখতে সচেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

কুণাল ঘোষ তাঁর পোস্টে শুভেন্দুর নাম না করে তাঁকে ধুয়ে দেন। তিনি লেখেন, যদি বিরোধী দলনেতা দম থাকত, তাহলে নতুন বিধায়কদের না সরিয়ে তিনি নিজের পদে ইস্তফা দিতেন। কিন্তু তাঁর রাজনীতির রাস্তা মসৃণ করার জন্য তিনি অন্যের বলিদান পছন্দ করেন। যদিও এক্ষেত্রে কারও নাম বা পদ উল্লেখ করেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে, রাজ্য রাজনীতিতে ‘সপরিবারে সুবিধা নেওয়ার’ দৃষ্টান্ত অধিকারী পরিবারেই আছে বলে মত রাজনৈতিক মহলের।

 

spot_img

Related articles

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...