Thursday, November 13, 2025

ফেসবুকে ফের সরব সৌমিত্র খাঁ, কাকে বার্তা দিলেন,চলছে জল্পনা

Date:

থামছেন না সৌমিত্র খাঁ৷ ফেসবুকে আবারও লম্বা পোস্ট বিজেপির এই ‘বাগী’ সাংসদের৷ এবার দুধ আর জলের একসঙ্গে মিশে যাওয়ার এক গল্প সামনে এনে সৌমিত্র ঠিক কাকে বার্তা দিতে চাইলেন, তা নিয়ে জল্পনা চলছে৷

এই পোস্টে সৌমিত্র লিখেছেন, “জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সঙ্গে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে।”


পোস্টের এই ভাষা কি বিজেপি বা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করে ? এই প্রশ্নই উঠেছে৷ স্পষ্ট ভাবে অবশ্য কিছু বলেননি বিষ্ণুপুরের সাংসদ৷ প্রসঙ্গত, গত বুধবার বাংলা থেকে নতুন চার মন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র বলেন, তিনি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন। ফের সন্ধ্যায় তিনি জানান, ওই পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে। তবে বুধবার তিনি পুরোপুরি ‘বিদ্রোহী’ ছিলেন। প্রথমে তিনি ফেসবুকে দু’টি পোস্ট করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। তার পর ফেসবুক লাইভে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন। সরাসরি আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ অভিযোগ করেন, বিজেপিতে নিজেকে জাহির করতে চাইছেন শুভেন্দু। বিরোধীনেতা দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন। সৌমিত্র সংগঠনের কাজ করতে পারছেন না। তাই তিনি সরে যাচ্ছেন। ওই লাইভে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন। তিনি বলেন, বিজেপির রাজ্য সভাপতিকে কোনও কথা বলা হলে তিনি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷ তবে সৌমিত্রর এসব অভিযোগকে গুরুত্বহীন বলে গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টে সৌমিত্রকে নিজের ভাই বলেন শুভেন্দুর নাম উল্লেখ করেন।

ফের সৌমিত্র সরব হলেন ফেসবুকে৷ এখন বিজেপি কী বলে, সেটাই দেখার।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version